TRENDING:

Durga Puja 2024: এবারের পুজোয় কেন এত দুর্যোগ-দুর্ভোগ? কীসে চেপে দেবী দুর্গার আগমন? কী ঘটতে চলেছে? জ্যোতিষীর ভয়ঙ্কর মন্তব্য

Last Updated:
Durga Puja 2024: দেবী দুর্গার আগমন ও প্রস্থান কীসে হবে, তা নির্ধারণ করা হয়। সোমবার বা রবিবার নবরাত্রি শুরু হলে দেবী দুর্গা হাতি বা গজের পিঠে চড়ে আসেন। মঙ্গলবার বা শনিবার হলে মা দুর্গার আগমন হয় ঘোটক বা ঘোড়ায়।
advertisement
1/8
এবারের পুজোয় কেন এত দুর্যোগ-দুর্ভোগ? কীসে চেপে দেবী দুর্গার আগমন? কী ঘটতে চলেছে?
*হিন্দু ধর্মে নবরাত্রি উৎসবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। এই সময় ৯ দিন উপবাস করে এবং আচার-অনুষ্ঠান মেনে চলে দেবী দুর্গার ৯টি রূপের আরাধনা করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*কথিত আছে, এতে দেবী প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। নবরাত্রি উৎসব বছরে ৪ বার পালিত হয়। এর মধ্যে অন্যতম হল - শারদীয়া নবরাত্রি, চৈত্র নবরাত্রি এবং ২টি গুপ্ত নবরাত্রি। নবরাত্রির সময় ৯ দিন ধরে নবদুর্গার ৯টি রূপের আরাধনা করা হয়। একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে, নবরাত্রির সময়, মাতা জগৎজননী জগদম্বা ৯ দিন ধরে ভক্তদের মধ্যেই বিরাজ করেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে আগামী ৩ অক্টোবর থেকে। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে আগামী ৩ অক্টোবর রাত ১২টা ১৮ মিনিট থেকে এবং তা শেষ হবে আগামী ৪ অক্টোবর রাত ২টো ৫৮ মিনিটে। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*উদয়া তিথি অনুসারে, শারদীয়া নবরাত্রির সূচনা হচ্ছে আগামী ৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার থেকে। সমাপন ঘটবে আগামী ১১ অক্টোবর। তার পরের দিন অর্থাৎ ১২ অক্টোবর পালিত হবে বিজয়া দশমী অর্থাৎ দশেরা। শারদীয় নবরাত্রিতে দেবী দুর্গার আগমন কীসে হচ্ছে এবং প্রভাব দেশে তথা বিশ্বে কীভাবে পড়বে জানুন..সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে, এই বছর শারদীয়া নবরাত্রিতে দেবী দুর্গার আগমন ঘটছে পালকি বা দোলায়। শারদীয়া নবরাত্রি ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং তা শেষ হবে আগামী ১২ অক্টোবর অর্থাৎ বিজয়া দশমীতে। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*এই সময় রীতি অনুযায়ী দেবীর আরাধনা করা হবে। তাই ঘট স্থাপন করার শুভ সময়ও ভোর ৬টা ১৪ মিনিট থেকে সকাল ৭টা ২১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। অর্থাৎ ঘট স্থাপনের শুভ সময় থাকছে ১ ঘণ্টা ৬ মিনিট। অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩৩ মিনিট পর্যন্ত। শুধু তা-ই নয়, এবার পালকি বা দোলায় চড়ে আসছেন দেবী দুর্গা। যার প্রভাব পড়বে দেশ ও বিশ্বে। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*পণ্ডিত কল্কি রাম বলেছেন যে, শারদীয়া নবরাত্রির সময় মা দুর্গা পালকিতে চড়ে আসছেন। দেবী পুরাণে পালকিকে খুবই শুভ বলে মনে করা হয়েছে। কিন্তু দেবী দুর্গা যখন পালকি বা দোলায় চড়ে আসেন, তখন দেশ ও বিশ্বকে মহামারীর মুখে পড়তে হয়। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*পণ্ডিত কল্কি রাম ব্যাখ্যা করেন, দিন অনুসারে দেবী দুর্গার আগমন ও প্রস্থান কীসে হবে, তা নির্ধারণ করা হয়। সোমবার বা রবিবার নবরাত্রি শুরু হলে দেবী দুর্গা হাতি বা গজের পিঠে চড়ে আসেন। মঙ্গলবার বা শনিবার হলে মা দুর্গার আগমন হয় ঘোটক বা ঘোড়ায়। শুক্রবার কিংবা বৃহস্পতিবার মা দুর্গার আগমন হয় পালকি বা দোলায়। আর বুধবার মা দুর্গার আগমন হয় নৌকায়। এই বছর বৃহস্পতিবার ঘট স্থাপন অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুযায়ী মা দুর্গার আগমন ঘটছে পালকি বা দোলায়, যা শুভ নয় বলে ধরা হয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2024: এবারের পুজোয় কেন এত দুর্যোগ-দুর্ভোগ? কীসে চেপে দেবী দুর্গার আগমন? কী ঘটতে চলেছে? জ্যোতিষীর ভয়ঙ্কর মন্তব্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল