Goddess Kali Favourite Zodiac Signs: প্রিয় ২ রাশির উপর মা কালীর বিশেষ কৃপায় টাকার বৃষ্টি! হাতের মুঠোয় সাফল্য সৌভাগ্য! খড়কুটোর মতো ভেসে যাবে বাধাবিপত্তি!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Goddess Kali Favourite Zodiac Signs:দেবী কালীর প্রিয় এই ২ রাশির জীবনে সাফল্য আসে সমুদ্রের ঢেউয়ের মতো৷ দেবীর আশীর্বাদে খড়কুটোর মতো ভেসে যায় সব বাধাবিঘ্ন বিপত্তি ও সমস্যা৷ জীবনে আসে উন্নতির স্রোত
advertisement
1/5

বৃহস্পতিবার কার্তিক অমাবস্যায় পূজিত হবেন দেবী কালী৷ অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই তিথি৷ জানুন দেবী কালিকার প্রিয় দুই রাশি কী কী৷ জ্যোতিষশাস্ত্র মতে এই দুই রাশির জাতক জাতিকাদের উপর সব সময় দেবীর আশীর্বাদ বর্ষিত হয়৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
2/5
দেবী কালীর প্রিয় এই ২ রাশির জীবনে সাফল্য আসে সমুদ্রের ঢেউয়ের মতো৷ দেবীর আশীর্বাদে খড়কুটোর মতো ভেসে যায় সব বাধাবিঘ্ন বিপত্তি ও সমস্যা৷ জীবনে আসে উন্নতির স্রোত৷
advertisement
3/5
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মেষ রাশি খুবই প্রিয় দেবী কালীর৷ এই রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ আশীর্বাদ থাকে তাঁর৷ কোনও শত্রু তাঁদের বিপদে ফেলতে পারে না৷
advertisement
4/5
জ্যোতিষশাস্ত্র মতে দেবী কালিকার আর এক প্রিয় রাশি হল সিংহ৷ এই রাশির জাতক জাতিকাদের উপর দেবীর বিশেষ কৃপাদৃষ্টি থাকে৷ তাঁর আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর সাফল্য পান৷
advertisement
5/5
মা কালীর আশীর্বাদে কেরিয়ারে আকাশছোঁয়া সাফল্য পান সিংহরাশির জাতক জাতিকারা৷ পূর্ণ হয় জীবনের অভীষ্ট৷ পূর্ণ হয় জীবনের অধরা স্বপ্ন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Goddess Kali Favourite Zodiac Signs: প্রিয় ২ রাশির উপর মা কালীর বিশেষ কৃপায় টাকার বৃষ্টি! হাতের মুঠোয় সাফল্য সৌভাগ্য! খড়কুটোর মতো ভেসে যাবে বাধাবিপত্তি!