Chandra Grahan 2023|Lunar Eclipse 2023: একটু পরেই বদলে যাবে চাঁদের রং, আকার? তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Lunar Eclipse 2023: লাল, সাদা, নীল সবুজ! বছরের প্রথম চন্দ্রগ্রহণে বদলাবে চাঁদের রং!
advertisement
1/15

আজ রাত ঠিক ৮.৪৪ থেকে ৮.৪৫-এ শুরু হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ৷ রাত ০১.২০-তে শেষ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
এই চন্দ্রগ্রহণকে উপছাড়া চন্দ্রগ্রহণ বা হবে ৷ এই সময়ে চাঁদের আকারে কোনও রকমের পরিবর্তন হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
কেবলমাত্র ধূসর রঙের দেখতবে চাঁদকে ৷ ধানবাদ আইটিআই-আইএসএমের ম্যাঙ্গানিজের ইংরেজি বিভাগের অধ্যাপক সুনীল কুমার জানিয়েছেন চন্দ্রগ্রহণ তিন প্রকারের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ, পূর্ণ ছায়ার চারিদিকে আংশিক ছায়া ৷ আজ তৃতীয় চন্দ্রগ্রহণটি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
এই গ্রহণ দেখতে পাওয়া যাবে কিন্তু পূর্ণ ছায়ার চারিদিকে আংশিক ছায়ার ঘটনাটি যখন ঘটবে অবশ্য এতে কোনও রকমের পরিবর্তন দেখতে পাওয়া যাবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
এদের আকারে কোনও রকমের পরিবর্তন দেখতে পাওয়া যাবেনা বলেই জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসে ঠিক তখনই পৃথিবীর ছায়ায় চাঁদ পুরো ঢাকা পড়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
আংশিক চন্দ্রগ্রহণ নামেই বুঝতে পারা যাচ্ছে ৷ যখন পৃথিবীর কিছুটা চাঁদের গায়ে এসে পড়ে তখনই কিছুটা ছায়া চাঁদ দেখতে পাওয়া যায় সেটাই হল চন্দ্রগ্রহণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
চন্দ্রগ্রহণের আগে চাঁদ পৃথিবীর উপছায়ায় প্রবেশ করে, ইংরেজিতে একে বলা হয় Penumbral Eclipse ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস বা আংশিক গ্রহণ নয় ৷ চাঁদের ছায়া না পড়ে উপছায়া পড়তে থাকে ৷ বছরে সাধারণত দুবার চন্দ্রগ্রহণ হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
পরবর্তী চন্দ্রগ্রহণ অর্থাৎ বছরের শেষ বা দ্বিতীয় চন্দ্রগ্রহণ অক্টোবরে লাগতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
সাধারণত চন্দ্রগ্রহণ ঠিক তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝখানে পৃথিবী চলে আসে ৷ এতে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
এই কারণেই চাঁদের অন্ধকারাচ্ছন্ন হতে থাকে ৷ চাঁদের সেই অংশ পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
এই ঘটনাই চন্দ্রগ্রহণ আর সর্বদা চন্দ্রগ্রহণ হয়ে থাকে পূর্ণিমা তিথিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত ঘটনাগুলি মনানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandra Grahan 2023|Lunar Eclipse 2023: একটু পরেই বদলে যাবে চাঁদের রং, আকার? তোলপাড় সোশ্যাল মিডিয়ায়