Crorepati Lucky Zodiac Signs: হাতে কাঁড়ি কাঁড়ি টাকা! চটজলদি বড়লোক! কোটিপতি হয়ে টাকার পাহাড়ে বসে থাকেন লক্ষ্মীর বরপুত্র এই ৮ রাশি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Crorepati Lucky Zodiac Signs: জ্যোতিষ মতে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের প্রবণতা থাকে জীবনে অর্থ, সৌভাগ্য, প্রতিপত্তি লাভ করার৷ তাঁরা সহজেই যোগ লাভ করেন জীবনে কোটিপতি হওয়ার
advertisement
1/10

জ্যোতিষশাস্ত্র মতে যে কোনও জাতকের জীবনে যা যা ঘটবে, সে সবই আগে থেকে নির্ধারিত থাকে৷ ভাগ্য বা নিয়তির বাইরে কিছু হতে পারে না বলে বিশ্বাস জ্যোতিষচর্চায়৷
advertisement
2/10
জ্যোতিষ মতে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের প্রবণতা থাকে জীবনে অর্থ, সৌভাগ্য, প্রতিপত্তি লাভ করার৷ তাঁরা সহজেই যোগ লাভ করেন জীবনে কোটিপতি হওয়ার৷ মা লক্ষ্মীর বরপুত্র এই রাশিগুলির কথা বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
advertisement
3/10
তুলারাশির জাতক জাতিকারা তাঁদের জীবনে ভারসাম্য এবং বুদ্ধিদীপ্ত কৌতূহলের জন্য বিখ্যাত৷ নেতৃত্বদানে তাঁরা প্রখ্যাত৷ এই গুণের জন্য তাঁরা ব্যবসায় চরম সাফল্য পান৷
advertisement
4/10
মীনরাশির জাতক জাতিকারা সহজেই স্বপ্নকে রূপান্তরিত করতে পারে বাস্তবে৷ নিত্যনতুন আইডিয়া তাঁদের সাফল্য ও সম্পদের পথে এগিয়ে নিয়ে যায়৷
advertisement
5/10
বৃষরাশির জাতক জাতিকাদের উপর নির্ভর করা যায়৷ তাঁরা পরিশ্রমী৷ জাগতিক সুখলাভে তারা ইচ্ছুক৷ বিলাসিতার প্রতি তাঁদের দৃঢ়তা এবং একনিষ্ঠ বিশ্বাস তাঁদের সম্পদলাভে সাহায্য করে৷
advertisement
6/10
সিংহরাশির জাতক জাতিকারা জন্ম থেকেই সহজাত নেতা৷ তাঁরা আত্মবিশ্বাসী ও উচ্চাকাঙ্খী৷ অন্যদের নজরে আসার জন্য তাঁরা খুবই পরিশ্রম করেন৷ ফলে সাফল্য আসতে দেরি করে না৷
advertisement
7/10
মেষরাশির জাতক জাতিকারা সাহসী এবং প্রতিযোগী৷ চ্যালেঞ্জে ভয় পায় না৷ তাঁদের প্রত্যয় এনে দেয় সাফল্য৷ সম্পদ ও পরিচিতি পেয়ে সমস্যা হয় না৷
advertisement
8/10
কুম্ভরাশির জাতক জাতিকারা খুবই ইনোভেটিভ৷ প্রযুক্তি ও বিজ্ঞানে তাঁরা দক্ষ৷ তাঁদের স্বকীয়তা ও সদিচ্ছা ঝুঁকি নিতে সাহায্য করে৷ আকাশছোঁয়া সাফল্য এনে দেয়৷
advertisement
9/10
মিথুনরাশির জাতক জাতিকাদের উপস্থিত বুদ্ধি দুরন্ত৷ তারা সহজেই মানিয়ে নিতে পারে৷ যোগাযোগের দক্ষতা খুবই বেশি৷ সম্পদ ও সৌভাগ্য পেয়ে যান সহজেই৷
advertisement
10/10
ধনুরাশির জাতক জাতিকারা আশাবাদী ও অ্যাডভেঞ্চারপ্রিয়৷ তাঁরা ঝুঁকি নিতে ভালবাসেন৷ নতুন সুযো পেলেই তাঁরা তার সদ্ব্যবহার করেন৷ তাই সাফল্য আসে সহজেই৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Crorepati Lucky Zodiac Signs: হাতে কাঁড়ি কাঁড়ি টাকা! চটজলদি বড়লোক! কোটিপতি হয়ে টাকার পাহাড়ে বসে থাকেন লক্ষ্মীর বরপুত্র এই ৮ রাশি