TRENDING:

June Lucky Zodiac Signs: টাকা! নতুন গাড়ি! জমি! বিদেশযাত্রা! গভীর দাম্পত্য প্রেম! জুন মাসে সৌভাগ্যের খেলায় জীবন পাল্টাবে এই ৩ রাশির

Last Updated:
June Lucky Zodiac Signs: এই গ্রহদের গোচরে একাধিক শুভ যোগ তৈরি হবে৷ এই শুভ যোগের প্রভাবে তিন রাশির ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ
advertisement
1/8
টাকা!গাড়ি! জমি! বিদেশযাত্রা! দাম্পত্য প্রেম! জুনে সুখের সাগরে এই ৩ রাশি
আসছে জুন মাস৷ গ্রহ নক্ষত্রের বিচারে এবং গণনায় এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বছর৷ এই মাসে মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রের মতো গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করবে৷
advertisement
2/8
এই গ্রহদের গোচরে একাধিক শুভ যোগ তৈরি হবে৷ এই শুভ যোগের প্রভাবে তিন রাশির ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা৷
advertisement
3/8
জুন মাস বৃষরাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ বিদেশযাত্রার যোগ তীব্র৷ এই যাত্রায় সাবধানে থাকতে হবে৷ আর্থিক লাভ আকাশছোঁয়া হতে চলেছে৷ চিন্তাভাবনার শক্তি গভীর হবে৷ জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে৷ দাম্পত্যে প্রেম বাড়বে৷
advertisement
4/8
ছাত্রদের জন্যেও এই মাস খুব ভাল কাটবে৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে৷ পারিবারিক সৌহার্দ্য বজায় থাকবে৷ কেরিয়ারে উন্নতি করবেন৷ চাকরির জায়গায় মনের মতো সাফল্য পাবেন৷
advertisement
5/8
কর্কটরাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস খুবই শুভ হতে চলেছে৷ অপূর্ণ বহু ইচ্ছে পূর্ণ হতে চলেছে৷ মনস্কামনা পূরণ হবে৷ পেতে পারেন সুখবর৷ ধনসম্পদ লাভের যোগ আছে৷
advertisement
6/8
একাধিক সূত্র থেকে ধনসম্পদ লাভ হবে কর্কটরাশির৷ আর্থিক অবস্থার উন্নতি হবে৷ পেতে পারেন নতুন বাহন৷ কিনতে পারেন জমি৷ লাভজনক জায়গায় করতে পারেন বিনিয়োগ৷ অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবেন৷ কেরিয়ারে উন্নতি এবং প্রেমের সম্পর্ক মজবুত হবে বহুগুণে৷
advertisement
7/8
জুন মাসে সিংহরাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ৷ কেরিয়ারে সফল হবেন৷ জীবনে পরিবর্তন হবে মনের মতো৷ পছন্দসই জায়গায় ট্রান্সফার্ড হতে পারেন৷ পেতে পারেন সুখবর৷ মিলতে পারে নতুন চাকরির সুযোগ৷
advertisement
8/8
সিংহরাশির জাতক জাতিকারা ব্যবসায়ে লাভবান হবেন৷ লাভজনক বিদেশসফর হতে পারে৷ দাম্পত্যে বাড়বে প্রেম৷ প্রণয়ের সম্পর্কে সঙ্গীর আরও কাছাকাছি আসবেন৷ পড়ুয়ারা সফল হবেন শিক্ষার ক্ষেত্রে৷ পরিবারে থাকবে আনন্দের পরিবেশ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
June Lucky Zodiac Signs: টাকা! নতুন গাড়ি! জমি! বিদেশযাত্রা! গভীর দাম্পত্য প্রেম! জুন মাসে সৌভাগ্যের খেলায় জীবন পাল্টাবে এই ৩ রাশির
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল