Moles: ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ! মেয়েদের শরীরে কোন অঙ্গে তিল থাকলে টাকার অভাব হয় না? কোথায় তিল থাকলে সৌভাগ্যবতী? তিল দেখেই বোঝা যাবে চরিত্র
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Moles: তিলের অবস্থান দেখেই বলে দেওয়া যাবে ওই মহিলার ভাগ্য কেমন হতে পারে। এমনটাই জানাচ্ছেন জ্যোতিষাচার্য পণ্ডিত পঙ্কজ পাঠক
advertisement
1/9

জ‍্যোতিষশাস্ত্রের একটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল সমুদ্র শাস্ত্র। সমুদ্র শাস্ত্র অনুযায়ী, দেহের বিভিন্ন অঙ্গ প্রত‍্যঙ্গ দেখেই বোঝা যায় ভাগ‍্য। পায়ের আঙুল থেকে ঘাড়ের তিল, শরীরের ছোট ছোট জিনিসই খোলসা করে দেয় ভাগ‍্যের বহু দিক। শরীরের গঠন, আকার আকৃতি দেখেও বোঝা মানুষের ভাগ‍্য। জানা যায় কী রয়েছে কার কপালে? কেমন হতে পারে ভবিষ‍্যত্‍।
advertisement
2/9
প্রত‍্যেকের শরীরেই থাকে তিল। ছোট্ট কালো তিল শরীরের যেকোনও অঙ্গে, যেকোনও স্থানেই থাকতে পারে। কখনও কখনও দেখা ঠোঁটের নীচে বা চোখের কোনের একটি ছোট্ট তিলই বাড়িয়ে দিয়েছে সৌন্দর্য।
advertisement
3/9
আবার কারও এমন অঙ্গে বা শরীরের এমন স্থানে হয়েছে তিল, যা তার একেবারেই পছন্দ নয়। প্রতিটি মানুষের তিল নিয়ে মতামত ভিন্ন হতে পারে। কেউ কেউ আবার তিলকে মোটেই খুব একটা গুরুত্ব দেননা। কিন্তু সমুদ্র শাস্ত্র অনুযায়ী, তিলের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
advertisement
4/9
জ‍্যোতিষাচার্য পণ্ডিত পঙ্কজ পাঠক জানালেন এই শাস্ত্র অনুযায়ী, ব‍্যক্তির শরীরে তিল থাকা শুভ এবং অশুভ দুই হতে পারে। বিশেষত মহিলাদের শরীরে কোন অঙ্গে কোথায় তিল রয়েছে, তার আলাদা গুরুত্ব রয়েছে।
advertisement
5/9
তিলের অবস্থান দেখেই বলে দেওয়া যাবে ওই মহিলার ভাগ‍্য কেমন হতে পারে। এমনটাই জানাচ্ছেন জ‍্যোতিষাচার্য পণ্ডিত পঙ্কজ পাঠক। তিনি জানালেন মেয়েদের শরীরে কোন কোন অঙ্গে তিল থাকা শুভ?
advertisement
6/9
কপালে তিল: সামুদ্রিক শাস্ত্রের অনুযায়ী, কপালে তিল থাকা সৌভাগ্যের ইঙ্গিত। এমন মহিলারা বুদ্ধিমান, সিদ্ধান্ত নিতে সক্ষম এবং সমাজে সম্মান পাওয়ার যোগ্য হন। জীবনে তাদের ধন এবং ঐশ্বর্যের অভাব কমই হয়।
advertisement
7/9
ঠোঁটে তিল: ঠোঁটে তিল থাকলে সেই নারীর চরিত্র বেশ আকর্ষণীয় হয়। তার কথায় থাকে মধুরতা। এই মহিলারা তাদের শব্দ দিয়ে অন্যদের প্রভাবিত করতে সক্ষম হন। ভৌত সুখ-সুবিধা মিলবে জীবনে।
advertisement
8/9
গলায় তিল: গলায় তিল থাকা সৌম্যতা এবং করুণার প্রতীক। এমন মহিলারা সংস্কারী এবং পারিবারিক দায়িত্ব ভালোভাবে পালন করেন।
advertisement
9/9
হাতের তালুতে তিল: হাতের তালুতে তিল থাকা বিশেষ গুরুত্বপূর্ণ। ডান হাতের তালুতে তিল থাকলে মহিলাদের টাকাপয়সার অভাব হয় না। অন্যদিকে, বাঁ হাতের তালুতে তিল সৃজনশীলতা এবং শিল্পের প্রতীক মনে করা হয়। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Moles: ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ! মেয়েদের শরীরে কোন অঙ্গে তিল থাকলে টাকার অভাব হয় না? কোথায় তিল থাকলে সৌভাগ্যবতী? তিল দেখেই বোঝা যাবে চরিত্র