Lucky Astro Tips: ২০২৬-র ঠিক আগের মুহূর্তেই বড় ইশারা, গ্রহ-নক্ষত্রের ‘বড় চাল’ কারা পাচ্ছেন ভাগ্যের সবুজ সংকেত
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Lucky Astro Tips: বাঁকুড়ার জ্যোতিষগ্রাম কাপিষ্ঠার জ্যোতিষ বিশ্লেষণে ২০২৬ শুরুর আগে গ্রহ-নক্ষত্রের বড় ইশারা! ২০২৬-এর আগে কারা পাচ্ছেন ভাগ্যের সবুজ সংকেত?
advertisement
1/6

বাঁকুড়া জেলার প্রাচীন ও পরিচিত জ্যোতিষগ্রাম কাপিষ্ঠা—যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রহ-নক্ষত্রের ভাষা পড়ে মানুষের ভবিষ্যৎ বিশ্লেষণ করা হয়। ২০২৬ শুরু হওয়ার আগেই নতুন বছরের গ্রহগত অবস্থান নিয়ে এখানকার জ্যোতিষ মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা। বৈদিক জ্যোতিষ মতে, ২০২৫-এর শেষ ভাগ ও ২০২৬-এর সূচনালগ্নে কয়েকটি রাশির ভাগ্য বিশেষভাবে সুপ্রসন্ন হতে চলেছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
এই সময়ে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে, যা জ্ঞান, যোগাযোগ ও অগ্রগতির প্রতীক। এর প্রভাবে মিথুন, কন্যা ও ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি বা পদোন্নতির যোগ প্রবল। পড়ুয়াদের জন্য পরীক্ষায় সাফল্য এবং গবেষণামূলক কাজে অগ্রগতি সম্ভব বলে জ্যোতিষ গণনা ইঙ্গিত দিচ্ছে।
advertisement
3/6
বাঁকুড়ার জ্যোতিষগ্রাম কাপিষ্ঠার জ্যোতিষী দেবব্রত চট্টোপাধ্যায় বলেন, “২০২৬ শুরু হওয়ার আগে গ্রহসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথুন, কন্যা, ধনু ও কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে জীবনে বড় সাফল্য আসতে পারে। তবে অলসতা করলে শুভ যোগও নিষ্ফল হতে পারে।”
advertisement
4/6
রাহু কুম্ভ ও কেতু সিংহ রাশিতে থাকায় বৃষ ও তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিক প্রথমে ওঠানামা করলেও ২০২৬-এর শুরুতে স্থিতি আসবে। পুরনো বিনিয়োগ বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জ্যোতিষীরা।
advertisement
5/6
অন্যদিকে শনি মীন রাশিতে অবস্থান করায় মকর ও কুম্ভ রাশির দীর্ঘদিনের বাধা ও মানসিক চাপ ধীরে ধীরে কমবে। বিশেষ করে কুম্ভ রাশির জাতকদের জন্য প্রশাসনিক কাজ, নেতৃত্ব এবং সামাজিক স্বীকৃতির সুযোগ তৈরি হতে পারে। ধৈর্যের পরীক্ষার পর ফল পাওয়ার সময় আসছে এই রাশিগুলির জন্য।
advertisement
6/6
সব মিলিয়ে বলা যায়, নতুন বছরের আগে গ্রহ-নক্ষত্রের অবস্থান কয়েকটি রাশির জন্য আশার আলো জ্বালাচ্ছে। তবে জ্যোতিষশাস্ত্র যেমন বলে—ভাগ্যের সঙ্গে পরিশ্রম ও বাস্তববুদ্ধির সমন্বয়ই শেষ পর্যন্ত সাফল্যের
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lucky Astro Tips: ২০২৬-র ঠিক আগের মুহূর্তেই বড় ইশারা, গ্রহ-নক্ষত্রের ‘বড় চাল’ কারা পাচ্ছেন ভাগ্যের সবুজ সংকেত