Love Rashiphal: নতুন প্রেম! বিয়ের যোগ! দাম্পত্য প্রণয় তুঙ্গে! রাধাকৃষ্ণের আশীর্বাদে কী বলছে আপনার প্রেমের রাশিফল? জানুন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Love Rashiphal: তাঁদের দাম্পত্যে আসতে চলেছে ভালবাসার জোয়ার। কোন কোন রাশির জীবন ভাসতে চলেছে প্রেমের জোয়ারে, বলেছেন জ্যোতিষ বিশার। জেনে নিন।
advertisement
1/13

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এ বছর রাধাষ্টমী তিথিতে কিছু রাশির জাতক জাতিকার জীবনে আসছে বিশেষ প্রেমযোগ। ফলে তাঁদের দাম্পত্যে আসতে চলেছে ভালবাসার জোয়ার। কোন কোন রাশির জীবন ভাসতে চলেছে প্রেমের জোয়ারে, বলেছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব। জেনে নিন।
advertisement
2/13
রাধারানির আশীর্বাদে মেষরাশির জাতক জাতিকাদের জীবনে আসতে পারে বিয়ের যোগ। যাঁরা বিবাহিত তাঁদের জীবনেও বজায় থাকবে সুখশান্তি।
advertisement
3/13
বৃষরাশির জাতক জাতিকাদের কাছে রাধাষ্টমী তিথি থেকে শুরু করে এই সময় খুবই শুভ। বিবাহযোগ্যা কন্যাসন্তানের জন্য পেতে পারেন উপযুক্ত জীবনসঙ্গী।
advertisement
4/13
মিথুনরাশির জাতক জাতিকাদের জীবনে আসতে পারে প্রেমের দৃঢ় যোগ। বিবাহিত জীবনে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে অশান্তি হলে চিন্তা করবেন না। শ্রীরাধিকার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে।
advertisement
5/13
কর্কটরাশির জাতক জাতিকাদের জীবনেও আসতে পারে মনের মানুষ। যাঁদের সদ্য বিয়ে হয়েছে তাঁদের কাছে আসতে পারে তীর্থক্ষেত্র ভ্রমণের সুযোগ।
advertisement
6/13
দাম্পত্য অশান্তি ভুলে প্রেমের জোয়ারে ভাসবেন সিংহরাশির জাতক জাতিকারা। যাঁরা সিঙ্গল তাঁদের জীবনেও আসবে গঠনমূলক পরিবর্তন। তবে প্রেমের বিষয়ে কিছুটা অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়।
advertisement
7/13
কন্যারাশিরা জাতক জাতিকারা জীবনসঙ্গীর সঙ্গে যেতে পারেন তীর্থক্ষেত্রে। নিজের ক্রোধকে লাগাম পরান। নয়তো মেজাজ বিগড়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলতে পারে। মনের মানুষকে কাছ থেকে জানতে পারেন।
advertisement
8/13
তুলারাশির জাতক জাতিকারা নতুন প্রেমের প্রস্তাব পেতে পারে। বিবাহিত এবং অবিবাহিত দু’জনের ক্ষেত্রেই আসছে সুসময়।
advertisement
9/13
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মনের মধ্যে জমে থাকা প্রেমের কথা প্রকাশ করুন। দাম্পত্য বিবাদ কেটে গিয়ে আসতে পারে রোম্যান্টিক সময় কাটানোর সুযোগ।
advertisement
10/13
রাধারানির আশীর্বাদে ধনুরাশির বিবাহিত দম্পতি এবং প্রেমিক প্রেমিকা দু’ ধরনের সম্পর্কেই আসবে আনন্দমুহূর্ত। পার্টনারের কাছাকাছি থাকার সুযোগ পাবেন। অবিবাহিতরা যোগ্য জীবনসঙ্গী পাবেন।
advertisement
11/13
মনের মানুষের সঙ্গে সময় কাটিয়ে ফুরফুরে থাকবেন মকররাশির জাতক জাতিকারা। যাঁরা প্রেমের সম্পর্কে আছেন তাঁদের জন্য সাময়িক টানাপড়েন তৈরি হতে পারে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করুন সমস্যার।
advertisement
12/13
কর্মস্থলে প্রেমের প্রস্তাব পেতে পারেন কুম্ভরাশির জাতক জাতিকারা। কাউকে প্রোপোজ করলে পেতে পারেন ইতিবাচক জবাব। দাম্পত্যে বাড়তে পারে প্রেম।
advertisement
13/13
মীনরাশির জাতক জাতিকা যদি সিঙ্গল হন, তাহলে একটু বাড়তে পারে অপেক্ষার প্রহর। তাঁদের জন্য বিয়ের যোগ আপাতত কম। বিবাহিত এবং প্রেমিক জুটিদের সম্পর্ক মজবুত হতে পারে আরও। সারপ্রাইজ দিতে পারে পার্টনার।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Love Rashiphal: নতুন প্রেম! বিয়ের যোগ! দাম্পত্য প্রণয় তুঙ্গে! রাধাকৃষ্ণের আশীর্বাদে কী বলছে আপনার প্রেমের রাশিফল? জানুন