TRENDING:

Love Horoscope Prediction: কোন রাশির সঙ্গে কোন রাশির সম্পর্ক ‘বেস্ট’? একবার জুড়লে ভাঙার ‘চান্স’ নেই, থাকবেন আপনি ও আপনার সঙ্গীর ভবিষ্যৎ

Last Updated:
Love Horoscope Prediction: জ্যোতিষশাস্ত্র বিবাহে রাশিচক্রকে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ আসলে ১২ টি রাশির চরিত্র, প্রকৃতি আলাদা হয়৷ সেই অনুযায়ী জানা সম্ভব কোন রাশিরদের বৈবাহিক সম্পর্ক খুব ভাল থাকবে৷
advertisement
1/11
কোন রাশির সঙ্গে কোন রাশির সম্পর্ক ‘বেস্ট’? একবার জুড়লে ভাঙার ‘চান্স’ নেই
এই মুহূর্তে বিবাহের মরশুম সমগ্র বাংলা জুড়ে। বিয়ে নামক শব্দের সঙ্গে কম্প্যাটিবিলিটি’ শব্দটি নিবিড়ভাবে জুড়ে থাকে।
advertisement
2/11
জ্যোতিষশাস্ত্র বিবাহে রাশিচক্রকে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ আসলে ১২ টি রাশির চরিত্র, প্রকৃতি আলাদা হয়৷ সেই অনুযায়ী জানা সম্ভব কোন রাশিরদের বৈবাহিক সম্পর্ক খুব ভাল থাকবে৷ কোন দুই রাশি চরিত্রে, বৈশিষ্ট্যে একে অপরের পরিপূরক৷
advertisement
3/11
আসুন জেনে নিই বিবাহ মরশুমে কোন রাশিগুলো একে ওপরের কাছে এলে জীবনে আসবে সুখ-সমৃদ্ধি৷
advertisement
4/11
মেষ ও সিংহ রাশিএই দুই রাশি-ই অগ্নি চিহ্ণের রাশি৷ এঁদের মধ্যে যথেষ্ট কম্প্যাটিবিলিটি থাকে৷ এই দুই রাশির চরিত্র একে অপরকে পূর্ণ করে৷ মেষ রাশি সাহসী, উদ্যমী এবং নেতৃত্ব প্রদান করতে সক্ষম৷ সিংহ রাশি জন্মগতই ভাবে নেতা৷ তাঁরা আত্মবিশ্বাসী এবং উদার মনের ব্যক্তি হয়ে থাকেন৷ তাঁরা একে অপরকে উৎসাহিত করেন৷ নিজেদের লক্ষে পৌঁছানোর উদ্দেশ্যে এরা একে অপরের সহায়তা করেন৷ একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা এবং সমর্থন থাকে৷
advertisement
5/11
বৃষ এবং কুম্ভবৃষ রাশি সাধারণত ধীর প্রকৃতির হন৷ এঁদের উপর যে কোনও বিষয় ভরসা করা যায়৷ অন্যদিকে কুম্ভ রাশি সৃজনশীল, মুক্তমনা এবং দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন৷ এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে৷ অথচ এই পার্থক্যই, কুম্ভ ও বৃষকে একে অপরের পরিপূরক করে তুলেছে৷ বৃষ রাশি কুম্ভের মধ্যে থাকা উদ্ভাবনী শক্তি, আধুনিক চিন্তাভাবনাকে গ্রহণ করেছে৷ কুম্ভ রাশি বৃষের ধীর ও ভরসার মাঝে পায় শান্তির খোঁজ৷
advertisement
6/11
মিথুন ও তুলামিথুন ও তুলা রাশি এরা উভয়ই খুব বুদ্ধিমান হন৷ মিথুন রাশি অত্যন্ত ওপেন মাইন্ডেড, খোলামেলা ও দ্রুত চিন্তা করতে সক্ষম হন৷ একে অপরের সম্পর্ক বেশ মজার হয়৷ সম্পর্কের মধ্যে একটা বেশ ফ্রেশ ব্যাপার থাকে৷
advertisement
7/11
কর্কট ও মকরকর্কট রাশি খুবই আবেগী এবং যত্নশীল৷ মকর রাশি আবার বাস্তবমূখী৷ কর্কট রাশি তার আবেগকে খুব বেশি গুরুত্ব দেয়৷ মকর রাশি বাস্তবসম্মত এবং পরিশ্রমী৷ এঁরা একে অপরের মধ্যে সম্পর্কে ভারসম্য আনে৷ তবে এঁদের একে অপরের মধ্যে ভাল রকম বোঝা পড়া রাখা খুবই জরুরি৷ নয়তো এই বিপরীত সত্ত্বাই সমস্যার কারণ হতে পারে৷
advertisement
8/11
সিংহ ও ধনুসিংহ ও ধনু রাশি একে অপরকে অনুপ্রেরণা দেয়৷ সিংহ রাশি আত্মবিশ্বাসী, সাহসী, নেতৃত্ব দানে সক্ষম হন৷ ধনু রাশি মুক্তমনা, সৃজনশীল৷ তাঁদের একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা ও আগ্রহ দুই-ই থাকে৷ এই সম্পর্কে সবসময় রোমাঞ্চ থাকে৷
advertisement
9/11
কন্যা ও মিথুন রাশিকন্য রাশি সাধারণতভাবে খুব গোছানো হয়৷ অন্যদিকে মিথুন রাশির জাতক-জাতিকারা উদ্যমী ও খোলা মনের অধিকারী হন৷ এই সম্পর্কে থাকা ব্যক্তিরা বেশির ভাগ সম. একই অফিসে কাজ করতে পছন্দ করেন৷ কন্যা রাশি মিথুনের চাঞ্চল্য এবং অস্থিরতার মধ্যে শান্তি আনে। আর মিথুন রাশি কন্যাকে খোলামেলা এবং মুক্তমনা হতে সাহায্য করে।
advertisement
10/11
তুলা ও মীন রাশিতুলা ও মীন রাশির মধ্যে সাধারণত আবেগপূর্ণ ও সৃজনশীল সম্পর্ক গড়ে ওঠে৷ তুলা রাশি ন্যায়পরায়ণ, শান্ত হন৷ অন্যদিকে মীন রাশি রোম্যান্টিক, সহানুভূতিশীল হন৷ তাঁরা সম্পর্কে একে অপরের প্রতি সহানুভূতিশীল হন৷ মীন রাশি তুলার মধ্যে আবেগ নিয়ে আসে, এবং তুলা রাশি মীনকে বাস্তব দুনিয়ায় প্রবেশ করতে সাহায্য করে।
advertisement
11/11
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Love Horoscope Prediction: কোন রাশির সঙ্গে কোন রাশির সম্পর্ক ‘বেস্ট’? একবার জুড়লে ভাঙার ‘চান্স’ নেই, থাকবেন আপনি ও আপনার সঙ্গীর ভবিষ্যৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল