TRENDING:

Love Horoscope - Happy Kiss Day: ১৩ ফেব্রুয়ারি ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:
Love Horoscope Today, Ajker Rashifal, February 13, 2025 by Chirag Daruwalla: নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার প্রেমজীবন সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
1/14
১৩ ফেব্রুয়ারি ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
কথায় বলে, কার মনে কী আছে, তা বোঝা যায় না। ফলে, যে বিষয়টাই মন নিয়ে, সেই প্রেমের পথে গোলাপ ফোটে কাঁটা নিয়ে। যদিও প্রেমজীবনে কী ঘটতে পারে, তার আঁচ পাওয়া মোটেই কঠিন কিছু নয়। নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার প্রেমজীবন সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
2/14
মেষ রাশি: শ্রী গণেশ বলছেন, আপনি যদি সিঙ্গল থাকেন, তাহলে বন্ধুদের সঙ্গে অথবা নতুন কারও সঙ্গে আলাপ করার কথা ভাবতে পারেন। আর নিজের সঙ্গীর মধ্যে কোন কোন গুণগুলি প্রয়োজন, সেই বিষয়েও ভাবতে পারেন। যিনি আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তাঁর সঙ্গে আলাপ না হওয়ায় একটু হতাশই হবেন। হতাশ হওয়ার প্রয়োজন নেই। সব জায়গায় যে মানুষটিকে খুঁজছেন, তিনিও আপনার সন্ধানেই রয়েছেন।
advertisement
3/14
বৃষ রাশি: শ্রী গণেশ বলছেন, আপনি যদি সিঙ্গেল থাকেন, তাহলে এমন কারও থেকে সতর্ক থাকতে হবে, যিনি ইদানীং আপনার সঙ্গে অনেক বেশি ফ্লার্ট করছেন এবং আপনাকে ডেটে নিয়ে যেতে চাইছেন। এটা সমস্যাদায়ক পরিস্থিতি হতে পারে। নির্দিষ্ট ওই ব্যক্তির প্রতি সতর্ক থাকতে হবে। কারণ তিনি আপনার জন্য সেরা নন। নিজের বিষয়ে সাহসী হতে হবে এবং এই দিন ভাল সিদ্ধান্ত নিতে হবে।
advertisement
4/14
মিথুন রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন সম্ভাব্য সম্পর্ক থেকে সতর্ক থাকতে হবে। আসলে এই সম্ভাব্য সম্পর্ক আপনাকে প্রলুদ্ধ করবে, অথচ তা টিকবে না। এই দিন যদি কেউ আপনাকে ব্লাইন্ড ডেটে নিয়ে যেতে চান, তাহলে সেটা আটকাতে হবে। আপনার অন্তর আপনাকে এটাই বলবে যে, এটি টিকবে না। নিজের অন্তরের কথাকে শুনতে হবে। এটাই দীর্ঘমেয়াদে আপনাকে উপযোগিতা দেবে।
advertisement
5/14
কর্কট রাশি: শ্রী গণেশ বলছেন, আপনি যদি প্রেমের সঙ্গী খোঁজেন, তাহলে এই সময় আপনি ভাল সুযোগ পাবেন। এই বিষয়ে আপনি নিজের হতাশাবাদী মনোভাব পরিবর্তন করতে পারেন! এখনই হয়তো সঠিক সঙ্গী খুঁজে পাবেন না। আর সেই ব্যক্তির প্রতি আপনার অনুভূতি সম্পর্কে নিশ্চিত থাকবেন না। কিন্তু অন্তত কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, যাঁরা আপনাকে বুঝতে সাহায্য করবেন যে, কে আপনার জন্য সঠিক। এই মানুষটি আপনার আশপাশেই রয়েছেন।
advertisement
6/14
সিংহ রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন কারও সঙ্গে ফ্লার্ট করার প্রতি প্রলুব্ধ হবেন। কারণ কর্মক্ষেত্রে একজন আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যাঁর প্রতি আপনি আকৃষ্ট হবেন। যদিও আপনি নিজের অনুভূতি বন্ধুত্ব ছাড়া অন্য কোনও উপায়ে প্রকাশ করতে পারবেন না। তাই এই দিন আপনি কীভাবে নিজের হৃদয়ের কথা বলবেন, সে সম্পর্কে সতর্ক থাকতে হবে। আর কাউকে আঘাত না করার চেষ্টা করতে হবে।
advertisement
7/14
কন্যা রাশি: শ্রী গণেশ বলছেন, অফিসে কারও যদি আপনার উপর কুনজর থাকে, তাহলে তাঁর দ্বারা প্রভাবিত হওয়া চলবে না। প্রথমে অবশ্য বিষয়টা নিষ্পাপ বলে মনে হবে, কিন্তু এই সময় অফিসে সম্পর্কে জড়িয়ে পড়ে নিজের পেশাগত পদকে বিপন্ন করা চলবে না। মনে রাখতে হবে যে, এই চাকরিটার আপনার প্রয়োজন রয়েছে।
advertisement
8/14
তুলা রাশি: শ্রী গণেশ বলছেন, নতুন কোনও বন্ধুর কাছ থেকে এই দিন প্রস্তাব পেতে পারেন। জড়িয়ে পড়ে বন্ধুত্বকে নষ্ট করে ফেলেছেন কি না, সেই বিষয়ে চিন্তা আসবে মনে। এমনকী এই সময় আপনি কমিটেড রিলেশনশিপের জন্য তৈরি কি না, সেই বিষয়েও চিন্তা হবে। এই বিষয়ে ভাবনার জন্য সময় নিতে হবে। নিজের অন্তর্দৃষ্টির উপর ভরসা রাখতে হবে।
advertisement
9/14
বৃশ্চিক রাশি: শ্রী গণেশ বলছেন, আপনার মনের মানুষ কোথায় রয়েছেন, সেই বিষয়েও ভাবনা আসবে মনে। তাই সঠিক জায়গায় নিজের ভালবাসাকে খুঁজতে হবে। আপনি যদি কোনও প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা কর্পোরেট পরিবেশে থাকেন, তাহলে এই দিন চোখ-কান খোলা রাখতে হবে। আপনি বিশেষ চমক পাবেন।
advertisement
10/14
ধনু রাশি: শ্রী গণেশ বলছেন, যাঁরা সঙ্গীর খোঁজে রয়েছেন, তাঁদের সেই সুযোগ সম্প্রসারণের জন্য এই দিনটা সেরা। আপনি যে যোগ্যতা খুঁজছেন, সেই সম্পর্কে যদি কম কঠোর হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন, যিনি আপনার মনোযোগ আকর্ষণ করবেন। আপনার সঙ্গীকে কেমন দেখতে হবে, কিংবা কেমন আচরণ করবেন, সেটা আগে থেকেই ধরে নেওয়া চলবে না।
advertisement
11/14
মকর রাশি: শ্রী গণেশ বলছেন, প্রেমজীবনে এই দিন আপনি অনুভব করবেন যে, কিছুটা শিথিল হতে হবে। সঙ্গীকে ধরে রাখা চলবে না। বাস্তববাদী হতে হবে। বারংবার উপযুক্ত সঙ্গীর সন্ধান করা চলবে না। আপনি যেমন ভুল করেন, আপনার সঙ্গীও তেমন ভুল করতে পারেন। আপনার সঙ্গী আপনাকে ভালবাসবেন এবং আপনার প্রশংসা করবেন, এটাই গুরুত্বপূর্ণ। তাঁর পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই।
advertisement
12/14
কুম্ভ রাশি: শ্রী গণেশ বলছেন, আপনি সম্প্রতি যে সম্ভাব্য সঙ্গীদের সঙ্গে দেখা করেছেন, তাঁদের সঙ্গে আপনি কিছুটা অসন্তুষ্ট বোধ করতে পারেন। আপনাকে তুষ্ট করা যথেষ্ট কঠিন। যদিও নিজের মান নামানো চলবে না। জীবনসঙ্গী খোঁজার সময় বাস্তববাদী হতে হবে। পারফেক্ট কাউকে আশা করলে কিন্তু হতাশই হবেন।
advertisement
13/14
মীন রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন আপনি একটু বিমর্ষ হতে পারেন। কারণ যাঁকে আপনি নিজের মনের সবটুকু ঢেলে ভালবেসেছিলেন, তিনি আপনার প্রত্যাশা অনুযায়ী সাড়া দেননি। আপনি প্রত্যাখ্যাত হননি ঠিকই, কিন্তু আবার হতেও পারেন। কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন বলে বুঝতে পারবেন। আপনি এমন কাউকে মিস করতে পারেন, যিনি আপনাকে আনন্দ দিতে পারেন।
advertisement
14/14
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Love Horoscope - Happy Kiss Day: ১৩ ফেব্রুয়ারি ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল