TRENDING:

Love Astro Tips: কোন রাশির পার্টনার কে হলে প্রেম হবে ফাটিয়ে, সম্পর্ক এগোবে মাখনের মতো, রইল টিপস

Last Updated:
Love Astro Tips: ভালোবাসার সপ্তাহে জীবনসঙ্গী খুঁজছেন! কোন জুটি হবে রাজ‌যোটক? জানুন জ্যোতিষবিদের মত
advertisement
1/14
কোন রাশির পার্টনার কে হলে প্রেম হবে ফাটিয়ে, সম্পর্ক এগোবে মাখনের মতো, রইল টিপস
: জ্যোতিষ শাস্ত্র মতে এক একটি রাশির সঙ্গে বেশ কিছু রাশির জুটি তৈরি হলে তা ভাল হয়। নাহলে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। কোচবিহারের এক অভিজ্ঞ জ্যোতিষ বিশারদ ব্যক্তি শুভাশীষ গোস্বামী জানান, "প্রত্যেকটি রাশির অধিপতি গ্রহ রয়েছে। সেইজন্য কোন রাশির সঙ্গে কোন রাশির জুটি তৈরি হলে সেই সম্পর্ক টিকবে বহুদিন। সেই বিষয়ে জেনে নিয়ে জীবন সঙ্গী খুঁজে নেওয়া উচিত। নাহলে সম্পর্কে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।" Valentines Day , Valentines Week সামনেই আছে, তার আগে এই জন্মরাশির মিলের খবর খুবই প্রয়োজনীয়৷ মিলিয়ে নিন আর জমিয়ে প্রেম করুন৷
advertisement
2/14
মেষ রাশি - মেষ রাশির সঙ্গে কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং মীন রাশির জুটি দারুণ কার্যকর।
advertisement
3/14
বৃষ রাশি - বৃষ রাশির সঙ্গে মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জুটি ভাল।
advertisement
4/14
মিথুন রাশি - মিথুন রাশির সঙ্গে সিংহ রাশি, তুলা রাশি এবং বৃষ রাশির জুটি দারুণ কার্যকর।
advertisement
5/14
কর্কট রাশি - একমাত্র এই কর্কট রাশি এমন একটি রাশি যেই রাশির সঙ্গে সমস্ত রাশির জুটি সম্ভব।
advertisement
6/14
সিংহ রাশি - কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি এবং মেষ রাশির জুটি এই সিংহ রাশির সঙ্গে সম্ভব।
advertisement
7/14
কন্যা রাশি - কর্কট রাশি, তুলা রাশি এবং বৃষ রাশির মেলবন্ধন খুব ভাল কন্যা রাশির সঙ্গে।
advertisement
8/14
তুলা রাশি - তুলা রাশির সঙ্গে মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জুটি দারুণ কার্যকর।
advertisement
9/14
বৃশ্চিক রাশি - এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং মীন রাশির জুটি ভাল।
advertisement
10/14
ধনু রাশি - ধনু রাশির সঙ্গে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির জুটি সম্ভব।
advertisement
11/14
মকর রাশি - বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং তুলা রাশির জুটি ভাল মকর রাশির সঙ্গে।
advertisement
12/14
কুম্ভ রাশি - যেহেতু মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি গ্রহ। তাই মকর রাশি ও এই রাশির বিষয় সম্পূর্ন এক।
advertisement
13/14
মীন রাশি - মেষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক রাশির জুটি সম্ভব এই রাশির সঙ্গে।
advertisement
14/14
এই বিষয়গুলি মেনে সম্পর্ক বা জুটি তৈরি হলে পরবর্তি জীবনে কোন সমস্যা তৈরি হবে না এটুকু নিশ্চিত। নাহলে ভবিষ্যতে নানা অসুবিধায় পড়তে হবে। Input-  Sarthak Pandit
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Love Astro Tips: কোন রাশির পার্টনার কে হলে প্রেম হবে ফাটিয়ে, সম্পর্ক এগোবে মাখনের মতো, রইল টিপস
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল