Lottery Predictions: এপ্রিলের চতুর্থ সপ্তাহে বেশ কিছু রাশির রয়েছে লটারির যোগ! কাদের ভাগ্যে বাম্পার লাভ? কাদের পুড়বে কপাল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কমবেশি জীবনের অনেক সময়েই আমরা লটারি কেটে থাকি। লটারি জেতা কিংবা না জেতা তা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। কিন্তু, লটারি কাটলেই প্রতিবারই লোকসান হবে তার কোনও অর্থ নেই।
advertisement
1/15

কমবেশি জীবনের অনেক সময়েই আমরা লটারি কেটে থাকি। লটারি জেতা কিংবা না জেতা তা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। কিন্তু, লটারি কাটলেই প্রতিবারই লোকসান হবে তার কোনও অর্থ নেই।
advertisement
2/15
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ ২০ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির ভাগ্যে লটারি যোগ রয়েছে।
advertisement
3/15
মেষ- এই সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা ভাল নয়। লটারি এড়িয়ে যাওয়াই শ্রেয়। একান্ত কাটতেই হলে বুঝে শুনে এগোবেন।
advertisement
4/15
বৃষ- বৃষ রাশির জাতক/জাতিকাদের জন্য এই সপ্তাহের মধ্যভাগটা ভাল কাটবে। কিন্তু, সপ্তাহের শেষের দিকে লটারির টিকিট কাটতে যাবেন না।
advertisement
5/15
মিথুন- লটারির ক্ষেত্রে এই রাশির জন্য গোটা সপ্তাহটাই ভাল যাবে। মন চাইলে একবার লটারির টিকিট কেটে দেখতেই পারেন।
advertisement
6/15
কর্কট রাশি- এপ্রিলের চতুর্থ সপ্তাহে জাতক-জাতিকারা চিন্তাভাবনা করে লটারির টিকিট কাটবেন। লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
7/15
সিংহ- এই সপ্তাহের যে কোনও সময়ে জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। প্রাপ্তি যোগ রয়েছে এই রাশির।
advertisement
8/15
কন্যা- কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিক থেকে ভাল রয়েছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারি কেটে দেখতে পারেন।
advertisement
9/15
তুলা- এপ্রিলের চতুর্থ সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের লটারি কাটা উচিত হবে না। প্রাপ্তি যোগ নেই, লাভের বদলে লোকসান হতে পারে।
advertisement
10/15
বৃশ্চিক- লটারির দিক থেকে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা ভাল থাকবে। মন চাইলে একবার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
advertisement
11/15
ধনু- ধনু রাশির ব্যক্তিরা এই সপ্তাহে লটারির টিকিট পারেন, আর্থিক যোগ রয়েছে।
advertisement
12/15
মকর- এই সপ্তাহের প্রথম ভাগটা জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। ভাগ্য পরখ করে দেখতে পারেন।
advertisement
13/15
কুম্ভ- কুম্ভ রাশির ব্যক্তিরা সপ্তাহের শেষ ভাগ্যে একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন। বাকি সময়ে লটারির দিকে যাবেন না।
advertisement
14/15
মীন- এই সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকারা খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না।
advertisement
15/15
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lottery Predictions: এপ্রিলের চতুর্থ সপ্তাহে বেশ কিছু রাশির রয়েছে লটারির যোগ! কাদের ভাগ্যে বাম্পার লাভ? কাদের পুড়বে কপাল