Lottery Predictions: উল্টোরথেই তরতরিয়ে এগোবে ভাগ্যের চাকা! লটারি কাটলেই কোটিপতি চার রাশি! কাদের জীবনে সোনালি সময়?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উল্টোরথের আগের দিন ৪ জুলাই শুক্র এবং বৃহস্পতি একে অপরের সঙ্গে ৩৬ ডিগ্রিতে দশাঙ্ক যোগ তৈরি করেছে। একইসঙ্গে আজ সারাদিন সিদ্ধ যোগ এবং সাধ্য যোগের প্রভাব থাকছে। একই সঙ্গে আজ প্রভাব থাকবে স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের। এই প্রতিটি শুভ যোগের ফলে আজ উল্টো রথের দিন চার রাশির জীবনে আসতে পারে সোনালি সুযোগ।
advertisement
1/8

রথযাত্রা এবং উল্টোরথের মাহাত্ম্য হিন্দুধর্মে বিশেষ বলে মনে করা হয়। আজ, শনিবার ৫ জুলাই ২০২৫ পালিত হতে চলেছে উল্টোরথ।
advertisement
2/8
হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, শাস্ত্রমতে উল্টোরথের পুণ্যদিনে জগন্নাথ,বলরাম,সুভদ্রা মাসির বাড়ি থেকে রথে চড়ে আবার নিজের বাড়ি ফিরে আসেন।
advertisement
3/8
এই প্রসঙ্গে তিনি জানাচ্ছেন, উল্টোরথের আগের দিন ৪ জুলাই শুক্র এবং বৃহস্পতি একে অপরের সঙ্গে ৩৬ ডিগ্রিতে দশাঙ্ক যোগ তৈরি করেছে। একইসঙ্গে আজ সারাদিন সিদ্ধ যোগ এবং সাধ্য যোগের প্রভাব থাকছে। একই সঙ্গে আজ প্রভাব থাকবে স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের। এই প্রতিটি শুভ যোগের ফলে আজ উল্টো রথের দিন চার রাশির জীবনে আসতে পারে সোনালি সুযোগ।
advertisement
4/8
বৃষ- উল্টোরথের দিন বৃষ রাশির জন্য শুভ হতে চলেছে। এই শুভ যোগের ফলে আর্থিক পরিস্থিতির ফলে উন্নতি হতে চলেছে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। দাম্পত্যের সমস্যা মিটে যাবে। একই সঙ্গে সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
5/8
কর্কট- এই দিন জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হবে জাতক/জাতিকাদের উপর। এই সময় আপনাদের অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আঁতকে থাকা টাকা পেতে পারেন। লটারি বা বড় কোনও বিনিয়োগ করলে লাভবান হবেন। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে।
advertisement
6/8
সিংহ- উল্টোরথের দিন এই রাশির জাতক/জাতিকাদের জন্য লাভজনক হতে চলেছে। কেরিয়ারের উন্নতির পথে বাধা কেটে যাবে। ব্যবসা সম্প্রসারণের পথ প্রশস্ত হবে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। একইসঙ্গে প্রেম জীবন এই সময় অনুকূল থাকবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।
advertisement
7/8
তুলা- উল্টোরথের দিন তুলা রাশির ব্যক্তিদের জীবনে আসতে চলেছে সুখের সময়। এই সময় আয়ের নতুন উৎস খুলতে চলেছে। শেয়ার বাজারে লগ্নি থেকে ভবিষ্যতে লাভ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lottery Predictions: উল্টোরথেই তরতরিয়ে এগোবে ভাগ্যের চাকা! লটারি কাটলেই কোটিপতি চার রাশি! কাদের জীবনে সোনালি সময়?