Lottery Horoscope Prediction: নভেম্বর মাসে রাশিতে লটারির যোগ, টাকার পাহাড়ে থাকবেন, দেখে নিন কাদের পৌষমাস, কার সর্বনাশ হতে চলেছে?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
এই সপ্তাহে কোন কোন রাশির অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে? দেখে নিন কী বলছেন জ্যোতিষীরা৷
advertisement
1/14

অপার ধনসম্পত্তির অধিকারী হতে কে চায়? আর তার জন্য ভাগ্যের সাথ কেই বা না চায়? অনেকের মনেই আশা থাকে লটারি প্রাপ্তির৷ তার জন্য অনেকেরই মনে লটারি প্রাপ্তির আশা থাকে৷ তবে সব আশা তো আর বাস্তবে মেলে না৷
advertisement
2/14
আবার কাউকে-কাউকে ভাগ্য সাথ দেয়৷ লাখ থেকে কয়েক কোটিরও টাকা লটারি ভাগ্যে প্রাপ্ত করে তাঁরা৷
advertisement
3/14
এই সপ্তাহে কোন কোন রাশির অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে? দেখে নিন কী বলছেন জ্যোতিষীরা৷
advertisement
4/14
মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে ভালই অর্থ পেতে পারে৷ তাঁদের নভেম্বরের প্রথম সপ্তাহে মোটামুটি ভাল অর্থলাভের সম্ভাবনা রয়েছে৷
advertisement
5/14
বৃষ: গোটা সপ্তাহ জুড়ে বৃষ রাশির ব্যক্তিদের লাটারির টিকিট না কাটাই ভাল৷ এই সপ্তাহে তাঁদের লটারি ভাগ্য মোটেই ভাল নয়৷
advertisement
6/14
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের লটারি ভাগ্য বেশ ভালই রয়েছে৷ সপ্তাহের মধ্যভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে৷
advertisement
7/14
সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারিভাগ্য মধ্যম প্রকৃতির৷ ভাগ্য কতটা সাথ আছে জানতে চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন৷
advertisement
8/14
কন্যা রাশি: এই গোটা সপ্তাহটাই কন্যা রাশির জন্য খুব ভাল৷ এই রাশিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে৷
advertisement
9/14
তুলা: এই রাশির সপ্তাহের প্রথমভাগে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে৷ তবে মধ্যভাগ ও শেষভাগ খুব একটা ভাল নয়৷
advertisement
10/14
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থভাগ্য খুব একটা ভাল নয়৷ তাই খুব বেশি অর্থের লটারি তাঁদের না কাটাই ভাল৷
advertisement
11/14
মকর রাশি: এই সপ্তাহে মকর রাশির লোকেদের অর্থপ্রাপ্তির যোগ আছে৷ কিন্তু লটািরর টিকিট কেটে ভাগ্য যাচাই করে দেখতে পারেন৷
advertisement
12/14
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জন্য সপ্তাহের মধ্যভাগ ভাল হলেও, শেষভাগ কিন্তু মোটেও ভাল নয়৷ তাই প্রথম, মধ্যপর্বে লটারি কেটে নিন৷ তবে শেষভাগে একেবারেই কাটবেন না৷
advertisement
13/14
মীন রাশি: এই সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির যোগ একেবারেই নেই৷ বরং ব্যয়ের যোগই বেশি৷ তাই এই রাশির জাতক-জাতিকাদের একেবারেই লটারি কাটা উচিত হবে না৷
advertisement
14/14
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lottery Horoscope Prediction: নভেম্বর মাসে রাশিতে লটারির যোগ, টাকার পাহাড়ে থাকবেন, দেখে নিন কাদের পৌষমাস, কার সর্বনাশ হতে চলেছে?