TRENDING:

Lord Jagannath Favorite Zodiac Signs: মহা ভাগ্যবান এই ৪ রাশি! সবসময় এদের উপর থাকে জগন্নাথের বিশেষ কৃপা, আপনার রাশিও কি তালিকায়? জানুন...

Last Updated:
Lord Jagannath Favorite Zodiac Signs: ভগবান জগন্নাথের রথযাত্রা ২০২৫-এ এই ৪ রাশি পাবেন তাঁর বিশেষ কৃপা। এই শুভ সময়ে তাদের জীবনে উন্নতি, অর্থাগম, সাফল্য ও শান্তির সম্ভাবনা প্রবল বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। বিস্তারিত জানুন...
advertisement
1/11
খুব ভাগ্যবান এই ৪ রাশি! সবসময় এদের উপর থাকে জগন্নাথের আশীর্বাদ, আপনার রাশিও কি তালিকায়?
ভগবান জগন্নাথের রথকে অত্যন্ত পবিত্র ও শুভ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর রথযাত্রার সময় লক্ষ লক্ষ ভক্ত ভগবানের দর্শনের জন্য জড়ো হন।
advertisement
2/11
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু রাশির জাতকদের উপর ভগবান জগন্নাথের বিশেষ কৃপা থাকে। ২০২৫ সালের রথযাত্রা ঘিরে এবার জানি সেই সৌভাগ্যবান ৪টি রাশির কথা, যাঁদের জীবনে ভাগ্যবৃদ্ধি ও সফলতার প্রবল যোগ তৈরি হয়।
advertisement
3/11
বৃষ রাশি: ভগবান জগন্নাথের প্রিয় রাশিগুলির মধ্যে বৃষ রাশি অন্যতম। এই রাশির জাতকদের ভাগ্য সবসময় সঙ্গ দেয়। এঁদের জীবনে কখনও টাকার অভাব হয় না এবং আটকে থাকা কাজগুলোও অদৃশ্য শক্তির দ্বারা সম্পন্ন হয়ে যায়। বৃষ রাশির জাতকরা শান্ত স্বভাবের হন এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী। তাদের এই গুণের জন্য ভগবান জগন্নাথ তাঁদের সাফল্যের আশীর্বাদ দেন।
advertisement
4/11
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের ওপরও ভগবান জগন্নাথের কৃপা থাকে বলে বিশ্বাস। জীবনের কঠিন পরিস্থিতিতেও এঁরা দৃঢ় মনোবলের সঙ্গে এগিয়ে চলেন। এঁরা অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল স্বভাবের হন। ভগবান জগন্নাথ ছাড়াও, এঁদের জীবনে ভগবান শিবেরও কৃপা থাকে, যার ফলে বিপদ কেটে যায় এবং উন্নতির দরজা খুলে যায়।
advertisement
5/11
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের ভাগ্য বরাবরই সঙ্গ দেয়, বিশেষ করে ভগবান জগন্নাথের কৃপায় তাঁদের জীবনে বিশাল সাফল্য আসে। এই রাশির মানুষরা আত্মবিশ্বাসী ও নেতৃত্বদানের ক্ষমতা সম্পন্ন হন। তাঁরা যদি ভগবানের ভক্তি করেন, তবে তাঁদের কর্মফল আরও ভালো হয় এবং ক্যারিয়ারে উন্নতি ঘটতে দেখা যায়।
advertisement
6/11
তুলা রাশি: ভগবান জগন্নাথ তুলা রাশির জাতকদেরও অত্যন্ত পছন্দ করেন। এই রাশির জাতকরা জীবনে আর্থিক সচ্ছলতা ও সুখ-সমৃদ্ধি লাভ করেন। তাঁরা বিচারপ্রিয়, কূটনীতিক এবং সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করেন। জ্যোতিষ মতে, তুলা রাশির জাতকরা রথযাত্রা কালে বিশেষ পুণ্য লাভ করে থাকেন।
advertisement
7/11
এই সমস্ত রাশির জাতকরা যদি রথযাত্রার সময় নিষ্ঠাভরে ভগবান জগন্নাথের আরাধনা করেন এবং রথ টানার সুযোগ পান, তবে তাঁদের জীবনে বাধা-বিপত্তি দূর হয়ে যায়। কর্মক্ষেত্রে সফলতা ও পারিবারিক শান্তি বজায় থাকে।
advertisement
8/11
রথযাত্রার দিন জগন্নাথ দেব ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যান। বলা হয়, এই যাত্রার সময় যাঁরা অন্তর থেকে প্রার্থনা করেন, তাঁদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই সময় ভগবানের কৃপা পেতে নিরামিষ আহার, সেবা ও পবিত্রতা বজায় রাখা শুভফলদায়ক।
advertisement
9/11
বৃষ, কর্কট, সিংহ ও তুলা – এই চারটি রাশি আগামী রথযাত্রায় ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভের সম্ভাবনায় রয়েছে। তাঁরা যদি এই সময়ে সততা ও ভক্তির সঙ্গে নিজেদের কাজ করেন, তবে জীবনে সফলতা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতভাবে আসবে।
advertisement
10/11
অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম বলেছেন, “রথযাত্রার সময় ভগবান জগন্নাথ যাঁদের ওপর বিশেষ দৃষ্টি রাখেন, তাঁদের জীবনে বাধা দূর হয় এবং সৌভাগ্য প্রবল হয়। এ বছর বৃষ, কর্কট, সিংহ ও তুলা রাশির জাতকদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময়”...
advertisement
11/11
ডিসক্লেইমার: উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lord Jagannath Favorite Zodiac Signs: মহা ভাগ্যবান এই ৪ রাশি! সবসময় এদের উপর থাকে জগন্নাথের বিশেষ কৃপা, আপনার রাশিও কি তালিকায়? জানুন...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল