Lord Hanuman Favorite Zodiac Signs: এই চার রাশির জাতকদের বুক দিয়ে আগলে রাখেন! বজরংবলীর আশীর্বাদে বিপদ ছুঁতেও পারে না এদের...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Lord Hanuman Favorite Zodiac Signs: চৈত্র পূর্ণিমায় পালিত হনুমান জয়ন্তীতে চার রাশির জাতকদের জন্য বজরংবলীর বিশেষ কৃপা থাকবে। এই দিনে পূজার সঠিক নিয়ম মানলে জীবনে শক্তি, সাফল্য ও সুরক্ষা নিশ্চিত হয়...
advertisement
1/13

হনুমান জয়ন্তী ২০২৫ প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তীর পবিত্র উৎসব পালিত হয়। পুরাণ অনুসারে হনুমানজির জন্মতিথি নিয়ে বহুদিন ধরেই বিভিন্ন মত রয়েছে।
advertisement
2/13
একটি মত অনুসারে হনুমানজির জন্ম কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হওয়া উচিত। অন্যদিকে, আরেকটি মত অনুসারে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে কেসরীনন্দনের জন্ম হয়েছিল।
advertisement
3/13
বাস্তবতার দিক থেকে দেখা যায়, চৈত্র পূর্ণিমা হল হনুমানজির প্রকৃত জন্মদিন এবং কার্তিক কৃষ্ণ চতুর্দশী হল তাঁর বিজয় দিবস।
advertisement
4/13
অযোধ্যার জ্যোতিষ হীতেন্দ্র সিং জানিয়েছেন, হনুমানজির প্রিয় রাশি মেষ ও বৃশ্চিকের অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল দেবের দিন মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে উৎসর্গীকৃত, কারণ এই দিনেই তাঁর জন্ম হয়েছিল।
advertisement
5/13
মেষ ও বৃশ্চিক রাশির জাতকরা যদি হনুমানজির প্রতি প্রতিদিন ভক্তিভরে পূজা করেন, তবে তাঁরা বল, বুদ্ধি ও বিদ্যার আশীর্বাদ লাভ করবেন।
advertisement
6/13
সিংহ ও কুম্ভ রাশিও হনুমানজির খুব প্রিয়। এই রাশির জাতকরা মন থেকে প্রার্থনা করলে হনুমানজি তাঁদের সমস্ত বিপদ থেকে মুক্তি দেন।
advertisement
7/13
এঁরা জীবনের প্রতিটি সঙ্কটে হনুমানজিকে “সঙ্কট মোচন” রূপে পাশে পান। তাই এই রাশির মানুষদের মঙ্গলবার “বজরং বান” পাঠ করার পরামর্শ দেওয়া হয়।
advertisement
8/13
সকল রাশির জন্য হনুমান জয়ন্তী পূজার বিধি যে কোনও রাশির জাতক যদি মঙ্গল গ্রহের প্রভাব শান্ত করতে চান, তবে হনুমান জয়ন্তীর দিন বিশেষভাবে পূজা করা উচিত।
advertisement
9/13
হনুমান জয়ন্তী পূজার নিয়ম ঘরের উত্তর দিকে লাল কাপড় পেতে হনুমানজির ছবি স্থাপন করুন। পূজার সময় তামার প্রদীপে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালান।
advertisement
10/13
ধূপ দিন, সিন্দুর দিয়ে তিলক দিন, লাল ফুল অর্পণ করুন এবং গুড়-ছোলার ভোগ নিবেদন করুন।
advertisement
11/13
মন্ত্র জপ ও প্রসাদ লাল চন্দনের জপমালা দিয়ে ওংঁ হনুমতে নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। পূজা শেষে ভোগ প্রসাদ রূপে বিতরণ করুন।
advertisement
12/13
এভাবে নিয়ম মেনে করা পূজা হনুমানজির আশীর্বাদ এনে দেয় এবং জীবনে সমস্ত বাধা দূর করে শান্তি ও সাফল্য প্রদান করে।
advertisement
13/13
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lord Hanuman Favorite Zodiac Signs: এই চার রাশির জাতকদের বুক দিয়ে আগলে রাখেন! বজরংবলীর আশীর্বাদে বিপদ ছুঁতেও পারে না এদের...