TRENDING:

Lord Hanuman Favorite Zodiac Signs: এই চার রাশির জাতকদের বুক দিয়ে আগলে রাখেন! বজরংবলীর আশীর্বাদে বিপদ ছুঁতেও পারে না এদের...

Last Updated:
Lord Hanuman Favorite Zodiac Signs: চৈত্র পূর্ণিমায় পালিত হনুমান জয়ন্তীতে চার রাশির জাতকদের জন্য বজরংবলীর বিশেষ কৃপা থাকবে। এই দিনে পূজার সঠিক নিয়ম মানলে জীবনে শক্তি, সাফল্য ও সুরক্ষা নিশ্চিত হয়...
advertisement
1/13
এই চার রাশির জাতকদের বুক দিয়ে আগলে রাখেন! বজরংবলীর আশীর্বাদে বিপদ ছুঁতেও পারে না এদের...
হনুমান জয়ন্তী ২০২৫ প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তীর পবিত্র উৎসব পালিত হয়। পুরাণ অনুসারে হনুমানজির জন্মতিথি নিয়ে বহুদিন ধরেই বিভিন্ন মত রয়েছে।
advertisement
2/13
একটি মত অনুসারে হনুমানজির জন্ম কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হওয়া উচিত। অন্যদিকে, আরেকটি মত অনুসারে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে কেসরীনন্দনের জন্ম হয়েছিল।
advertisement
3/13
বাস্তবতার দিক থেকে দেখা যায়, চৈত্র পূর্ণিমা হল হনুমানজির প্রকৃত জন্মদিন এবং কার্তিক কৃষ্ণ চতুর্দশী হল তাঁর বিজয় দিবস।
advertisement
4/13
অযোধ্যার জ্যোতিষ হীতেন্দ্র সিং জানিয়েছেন, হনুমানজির প্রিয় রাশি মেষ ও বৃশ্চিকের অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল দেবের দিন মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে উৎসর্গীকৃত, কারণ এই দিনেই তাঁর জন্ম হয়েছিল।
advertisement
5/13
মেষ ও বৃশ্চিক রাশির জাতকরা যদি হনুমানজির প্রতি প্রতিদিন ভক্তিভরে পূজা করেন, তবে তাঁরা বল, বুদ্ধি ও বিদ্যার আশীর্বাদ লাভ করবেন।
advertisement
6/13
সিংহ ও কুম্ভ রাশিও হনুমানজির খুব প্রিয়। এই রাশির জাতকরা মন থেকে প্রার্থনা করলে হনুমানজি তাঁদের সমস্ত বিপদ থেকে মুক্তি দেন।
advertisement
7/13
এঁরা জীবনের প্রতিটি সঙ্কটে হনুমানজিকে “সঙ্কট মোচন” রূপে পাশে পান। তাই এই রাশির মানুষদের মঙ্গলবার “বজরং বান” পাঠ করার পরামর্শ দেওয়া হয়।
advertisement
8/13
সকল রাশির জন্য হনুমান জয়ন্তী পূজার বিধি যে কোনও রাশির জাতক যদি মঙ্গল গ্রহের প্রভাব শান্ত করতে চান, তবে হনুমান জয়ন্তীর দিন বিশেষভাবে পূজা করা উচিত।
advertisement
9/13
হনুমান জয়ন্তী পূজার নিয়ম ঘরের উত্তর দিকে লাল কাপড় পেতে হনুমানজির ছবি স্থাপন করুন। পূজার সময় তামার প্রদীপে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালান।
advertisement
10/13
ধূপ দিন, সিন্দুর দিয়ে তিলক দিন, লাল ফুল অর্পণ করুন এবং গুড়-ছোলার ভোগ নিবেদন করুন।
advertisement
11/13
মন্ত্র জপ ও প্রসাদ লাল চন্দনের জপমালা দিয়ে ওংঁ হনুমতে নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। পূজা শেষে ভোগ প্রসাদ রূপে বিতরণ করুন।
advertisement
12/13
এভাবে নিয়ম মেনে করা পূজা হনুমানজির আশীর্বাদ এনে দেয় এবং জীবনে সমস্ত বাধা দূর করে শান্তি ও সাফল্য প্রদান করে।
advertisement
13/13
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lord Hanuman Favorite Zodiac Signs: এই চার রাশির জাতকদের বুক দিয়ে আগলে রাখেন! বজরংবলীর আশীর্বাদে বিপদ ছুঁতেও পারে না এদের...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল