TRENDING:

Gopal Seba: বাড়িতে গোপাল রাখলে কীভাবে সেবা করবেন? ছোট্ট এই নিয়ম মানতে হবে অবশ্যই, সংসার ভরবে সমৃদ্ধিতে, গোপাল থাকবে সদা সন্তুষ্ট

Last Updated:
Gopal Seba Rituals: পরিবারের একজন সদস্যের মতো গোপালের সব সময় খেয়াল রাখতে হবে। যে বাড়িতে গোপাল থাকেন, সেখানে ঈশ্বর রূপে নয়, বাড়ির ক্ষুদে সন্তানের মতোই তিনি বিরাজ করেন। ছোট শিশুকে যেভাবে খেয়াল রাখতে হয়, তেমনই নাড়ু গোপাল বাড়িতে রাখুন।
advertisement
1/5
বাড়িতে গোপাল রাখলে কীভাবে সেবা করবেন? ছোট্ট এই নিয়ম মানলে সংসার ভরবে সমৃদ্ধিতে
*গোপালকে প্রতিদিন স্নান করাতে হবে। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্নান করার সময় শঙ্খ ব্যবহার করা উচিৎ। বিশ্বাস করা হয় শঙ্খে দেবী লক্ষ্মী বাস করেন। এরপর স্নানে ব্যবহৃত জল বাইরে না ফেলে, তুলসী গাছে নিবেদন করতে হবে।
advertisement
2/5
*পুরোহিত রূপক চক্রবর্তী জানান, "গোপালকে দিনে ৪ বার ভোগ নিবেদন করতে হবে। তাদের দেওয়া ভোগ সাত্ত্বিক হওয়া উচিৎ এবং এতে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিৎ নয়। ভোগের মধ্যে লাড্ডু, মাখন, মিছরি দেওয়া যেতে পারে।"
advertisement
3/5
*দিনে তিনবার গোপালের আরতি করতে হবে। আরতির পর গোপালকে ভোগ নিবেদন করতে হবে এবং তাঁর দোলনা নিজের হাতে দুলিয়ে দিতে হবে। এরপরে পর্দা টেনে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াতে হবে।
advertisement
4/5
*দিনে তিনবার গোপালের আরতি করতে হবে। আরতির পর গোপালকে ভোগ নিবেদন করতে হবে এবং তাঁর দোলনা নিজের হাতে দুলিয়ে দিতে হবে। এরপরে পর্দা টেনে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াতে হবে।
advertisement
5/5
*গোপাল হলেন ভগবান কৃষ্ণের শিশু রূপ, তাই তাকে শিশুর মতো যত্ন করা হয়। এই কারণেই গোপালকে কখনই বাড়িতে একা রাখা উচিৎ নয়। সঙ্গে নিয়ে যাওয়া উচিৎ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Gopal Seba: বাড়িতে গোপাল রাখলে কীভাবে সেবা করবেন? ছোট্ট এই নিয়ম মানতে হবে অবশ্যই, সংসার ভরবে সমৃদ্ধিতে, গোপাল থাকবে সদা সন্তুষ্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল