TRENDING:

lord Ganesha: শুধু সোমবার নয়, শ্রাবণ মাসের বুধবার করুন এই কাজ, সংসার থেকে দূর হবে অভাব, আসবে সুখ

Last Updated:
ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের বুধবার বাড়ির কোথাও লজ্জাবতী গাছ লাগান৷ কথিত আছে, ভগবান গণেশের প্রিয় এই গাছ বাড়িতে থাকলে সেই সংসারে কখনও অর্থ ও শস্যের অভাব হয় না৷
advertisement
1/9
শুধু সোমবার নয়, শ্রাবণ মাসের বুধবার করুন এই কাজ, সংসারে অভাব মিটবে, আসবে সুখ
শ্রাবণ মাস, অত্যন্ত শুভ মাস৷ এই মাসের প্রতি সোমবার শিব ভক্তেরা তাঁদের প্রিয় দেবতা দেবাদিদেব মহাদেবের শুদ্ধাচারে আরাধনা করে থাকেন৷ তবে এই মাসে গণেশের আরাধনা করলেও সংসারে সমৃদ্ধি আসে৷ জীবন সুখের হয়৷
advertisement
2/9
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসের বুধবারে গণেশের পুজো করলে বুধ গ্রহ শক্তিশালী হয়৷ জীবনে শান্তি নামে৷ বুধের প্রভাব দূর করতে শ্রাবণের মাসের প্রতি বুধবার নিম্নোক্ত কাজগুলি করলে প্রতিকার পাওয়া যায়৷
advertisement
3/9
শ্রাবণ মাসের বুধবার গণেশকে সিঁদুরের তিলক লাগিয়ে পুজো করুন৷ নিষ্ঠাভরে আরতি করে গণেশের মন্ত্র জপ করতে ভুলবেন না যেন৷ এতে সংসারে আসা সমস্ত সঙ্কট দূর হবে বলে জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশারদেরা৷
advertisement
4/9
শাস্ত্র অনুসারে, এই সময় গণেশকে গুড় এবং ঘি নিবেদন করলে উনি সন্তুষ্ট হন এবং সংসারের অর্থকষ্ট দূর হয়৷
advertisement
5/9
বুধবার গণেশকে পূজা নিবেদন করার সময় দূর্বাঘাস পুষ্পপত্রে রাখা বাধ্যতামূলক৷ এছাড়া প্রসাদ পাত্রে অবশ্যই রাখুন লাড্ডু অথবা মোদক৷
advertisement
6/9
এই মাসে ভগবান গণেশের পুজায় ভিজিয়ে রাখা চাল ব্যবহার করা উচিত৷
advertisement
7/9
ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের বুধবার বাড়ির কোথাও লজ্জাবতী গাছ লাগান৷ কথিত আছে, ভগবান গণেশের প্রিয় এই গাছ বাড়িতে থাকলে সেই সংসারে কখনও অর্থ ও শস্যের অভাব হয় না৷
advertisement
8/9
অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে, বা প্রাপ্য টাকা সময় মতো না পেলে বুধবার পকেটে রাখুন একটি সবুজ রুমাল এবং মৌরি মুখে দিয়ে বাড়ি থেকে বের হন৷ আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে৷
advertisement
9/9
Disclaimer:এই প্রতিবেদনে থাকা তথ্য প্রচলিত বিশ্বাস অনুযায়ী লেখা হয়েছে৷ নিউজ ১৮ বাংলা এর সত্যতা নিশ্চিত করে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
lord Ganesha: শুধু সোমবার নয়, শ্রাবণ মাসের বুধবার করুন এই কাজ, সংসার থেকে দূর হবে অভাব, আসবে সুখ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল