Lion's Gate Portal: হাতে কিন্তু সময় বেশি নেই, আজ রাত ০৮:০৮- এ করে ফেলুন এই ছোট্ট কাজ! ফল মিলবে হাতেনাতে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Lion's Gate Portal: এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় সূর্য সিংহ রাশিতে রয়েছে এবং সিরিয়াস নক্ষত্র এবং কালপুরুষ বা অরিওন বেল্টের এক অবস্থানে রয়েছে। তাই এই মহাসংযোগে যদি কিছু মন থেকে চান তাহলে তার ফল পাবেন হাতেনাতে।
advertisement
1/6

বছরে এই সময় যা চাইবেন তাই পেতে পারেন। ঠিক তাই, সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই সময় লায়ন'স গেট পোর্টাল খুলতে চলেছে। অগাস্টের ৮ তারিখে কোনও কিছু চাইলে অর্থাৎ ম্যানিফেস্ট করলে তা এই সময়েই পূর্ণ হতে পারে।
advertisement
2/6
এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় সূর্য সিংহ রাশিতে রয়েছে এবং সিরিয়াস নক্ষত্র এবং কালপুরুষ বা অরিওন বেল্টের এক অবস্থানে রয়েছে।তাই এই মহাসংযোগে যদি কিছু মন থেকে চান তাহলে তার ফল পাবেন হাতেনাতে।
advertisement
3/6
কোন সময় মনস্কামনা করবেন?এইদিন সকাল ৮টা থেকে রাত ৮টা এই ১২ ঘণ্টার সময় যে কোনও ইচ্ছাপূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
4/6
কী করবেন?সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে কিছু জিনিস করলে আপনি ভাল ফল পেতে পারেন।
advertisement
5/6
১ জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন- ধুপ, প্রদীপ জ্বালান, স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।২ ধ্যান করুন-চোখ বন্ধ করে একটি সোনালি আলোর রেখা কল্পনা করুন। আট মিনিট ধ্যান করুন।৩ নিজের ইচ্ছা একটা জায়গায় লিখে রাখুন- নিজের ইচ্ছা একটা জায়গায় পরিষ্কার ভাবে লিখে রাখুন।৪ নিজের ইচ্ছা জোরে জোরে বলুন- নিজের যা ইচ্ছা তা জোরে জোরে বলুন।৫ কৃতজ্ঞতা দেখান- কোনও মনস্কামনা প্রকাশ করার পর বিশ্বের বা প্রকৃতির কাছে কৃতজ্ঞতা দেখান এবং তা যেন সত্যি হয়ে গিয়েছে এমন ভাবে ব্যক্ত করুন।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lion's Gate Portal: হাতে কিন্তু সময় বেশি নেই, আজ রাত ০৮:০৮- এ করে ফেলুন এই ছোট্ট কাজ! ফল মিলবে হাতেনাতে