Krishnanagar Jagadhatri Puja Buri Maa: ২৫২ বছরে পা, কৃষ্ণনগরের বুড়িমার পুজোর ষষ্ঠী-দশমীর পুজো-অঞ্জলি কবে, কখন? রইল সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Krishnanagar Jagadhatri Puja Buri Maa: কৃষ্ণনগরের বুড়িমার পুজোর নির্ঘণ্ট, চাষাপাড়া বারোয়ারি এবার ২৫২ তম বর্ষে রাখছে বিশেষ ব্যবস্থা। পুজোর দিন বেলা দশ'টা থেকে বিকেল চার'টে পর্যন্ত নির্দিষ্ট স্থান থেকেই ভোগ প্রসাদ বিতরণ করা হবে। এবারও লক্ষাধিক ভক্ত সমাগম ঘটবে বলেই আশা কমিটির।
advertisement
1/9

*কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো গুলির মধ্যে অন্যতম বুড়িমার পুজো। ভক্তদের বিশ্বাস, বুড়িমার কাছে ভক্তি ভরে কিছু চাইলে কাউকেই ফেরান না তিনি। তাই প্রতি বছর মনস্কামনা পূরণে দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন বুড়িমার দর্শন পেতে। প্রতিবেদনঃ রুদ্রনারায়ণ রায়। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*মহাভোগ প্রসাদ গ্রহণের জন্যও পরে দীর্ঘ লাইন। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকে বুড়িমার স্বর্ণালঙ্কারের সাজ। তবে এবার ঠিক কখন কোন সময় হবে বুড়িমার পুজো? কখন হবে ভোগ এবং প্রসাদ বিতরণ? কখন সাজবেন মা জেনে নিন চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজো অর্থাৎ বুড়িমার পুজোর নির্ঘণ্ট...সংগৃহীত ছবি।
advertisement
3/9
*বুড়িমা পুজো কমিটির তরফ থেকে জানা গিয়েছে, এবার ২৫২ তম বর্ষের পুজো শুরু হচ্ছে ৯ নভেম্বর শনিবার থেকেই। এখন তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রাচীন রীতি মেনে মায়ের মূর্তি তৈরির কাজ চলছে বুড়িমার দালানে। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এবার প্রায় ১০ কেজি সোনার গয়নায় সেজে উঠবেন কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির বুড়িমা, বলেই জানালেন পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষ। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*৯ তারিখ বেলা বারো'টা থেকে মানসিক পুজোর সামগ্রী গ্রহণ শুরু হবে। সন্ধ্যায় হবে প্রতিমা অলংকরণ। শেষ রাতে অর্থাৎ চারটে নাগাদ মঙ্গল ঘটে জল ভরে একপ্রকার শুরু হয়ে যাবে পুজোর। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*১০ তারিখ রবিবার সপ্তমীর পুজো ভোর ৫:৫০ মিনিট থেকে। বেলা ৯:৩০ মিনিটে হবে বুড়িমার সপ্তমীর পুষ্পাঞ্জলি। বেলা ১০:৩০ মিনিটে অষ্টমীর পুজো আরম্ভ, বারো'টায় হবে পুষ্পাঞ্জলী। ১:৩০ মিনিটে শুরু হবে নবমীর পুজো। তিনটে নাগাদ হবে বলিদান। ৩:৩০ মিনিটে হবে নবমীর পুষ্পাঞ্জলি। চার'টেয় শুরু হবে বুড়িমার পুজোর আরতী ও হোম। সন্ধ্যা ছ'টায় হবে সন্ধ্যারতি। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*১১ নভেম্বর সোমবার সকাল ৮:৩৬ মিনিটে দেবীর দশমীর পুজো ও ঘট বিসর্জন। বেলা ৩:২৮ মিনিটে বুড়ি মাকে আসন থেকে নামানো হবে। চাষা পাড়া বারোয়ারির অন্নমহোৎসব পুজোর দিন বেলা দশটা থেকে নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হবে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*পুজোর দিন বেলা দশ'টা থেকে বিকেল চার'টে পর্যন্ত নির্দিষ্ট স্থান থেকেই ভোগ প্রসাদ বিতরণ করা হবে বলেই জানানো হয়েছে পুজো কমিটির তরফে। এবারও লক্ষাধিক ভক্ত সমাগম ঘটবে বলেই আশা কমিটির। তাই বাড়তি নিরাপত্তার জন্য প্রশাসন ও বেসরকারি নিরাপত্তা কর্মী রাখা থাকবে যাতে কোনওরকম বিশৃংখলার সৃষ্টি না হয়। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে, চাষাপাড়া বারোয়ারি পুজো কমিটির তরফে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Krishnanagar Jagadhatri Puja Buri Maa: ২৫২ বছরে পা, কৃষ্ণনগরের বুড়িমার পুজোর ষষ্ঠী-দশমীর পুজো-অঞ্জলি কবে, কখন? রইল সম্পূর্ণ নির্ঘণ্ট