TRENDING:

Krishna Jamashtami 2022 : জন্মাষ্টমীতে নিজের রাশি অনুযায়ী কীভাবে পুজো করবেন, জানুন জ্যোতিষী কী বলছেন

Last Updated:
Krishna Jamashtami 2022 : জ্যোতিষীদের মত, রাশি অনুযায়ী শ্রীকৃষ্ণকে পুজো করলে সব প্রতিকূলতাকে পেরিয়ে যাওয়া যায় ৷ দেখে নেওয়া যাক জ্যোতিষী পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা কী বলছেন এ বিষয়ে৷
advertisement
1/13
জন্মাষ্টমীতে নিজের রাশি অনুযায়ী কীভাবে পুজো করবেন, জানুন জ্যোতিষী কী বলছেন
সামনেই জন্মাষ্টমী ৷ শুক্রবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মতিথি ৷ এই তিথিতে উপোস করে পুজো করা হয় শ্রীকৃষ্ণকে৷ জ্যোতিষীদের মত, রাশি অনুযায়ী শ্রীকৃষ্ণকে পুজো করলে সব প্রতিকূলতাকে পেরিয়ে যাওয়া যায় ৷ দেখে নেওয়া যাক জ্যোতিষী পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা কী বলছেন এ বিষয়ে৷
advertisement
2/13
মেষ বা অ্যারিস রাশির জাতকরা শ্রীকৃষ্ণকে পুজো করুন লাল কাপড় দিয়ে ৷ মনে করা হয় যদি লাল বর্ণের কাপড় শ্রীকৃষ্ণকে দেওয়া হয় বা বিগ্রহকে পরানো হয় তাহলে বিবাহিত জীবনে আনন্দ আনে৷ মানসিক উদ্বেগ দূর করে৷
advertisement
3/13
বৃষ বা টরাস যদি আপনার রাশি হয়, তাহলে বালগোপালের বিগ্রহকে সাজিয়ে তুলুন রুপোর জিনিসে৷
advertisement
4/13
মিথুন বা জেমিনি রাশিতে আপনার জন্ম হলে বাড়ির গোপালের জন্য আনুন লেহরিয়া প্রিন্টের পোশাক৷
advertisement
5/13
ক্যানসার বা কর্কট রাশির জাতক শ্রীকৃষ্ণকে সাজান সাদা পোশাকে৷ মনে করা হয় শুভ্র বসনে তাঁরা যদি গোপালকে সাজিয়ে তোলেন তাহলে সব কাজে সাফল্য পাবেন৷
advertisement
6/13
লিও বা সিংহ রাশির জাতক জাতিকারা গোলাপি পোশাক পরান গোপালের বিগ্রহকে৷ এ ছাড়া মূর্তির কপালে দিন অশ্বগন্ধার তিলক৷
advertisement
7/13
ভার্গো বা কন্যা রাশির জন্য জ্যোতিষীর মত, সবুজ কাপড় ও চন্দনবাটায় গোপালকে সাজানোর জন্য
advertisement
8/13
তুলা বা লিব্রা রাশির জাতক জাতিকারা চন্দনবর্ণের কাপড়ে শ্রীকৃষ্ণকে সাজিয়ে পুজো করুন
advertisement
9/13
বৃশ্চিক বা স্করপিও রাশির জন্য জ্যোতিষীর পরামর্শ, লাল কাপড়ে বালগোপালের বিগ্রহকে সাজিয়ে পুজো করার জন্য
advertisement
10/13
শ্রীকৃষ্ণের আর এক নাম পীতাম্বর ৷ কারণ তাঁর পরনের বসন হলুদ৷ ধনু বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকার জন্য জ্যোতিষীর পরামর্শ হলুদ রঙের কাপড়ে গোপালকে সাজানোর জন্য৷
advertisement
11/13
মকর বা ক্যাপ্রিকর্ন রাশির ভক্তরা গোপালকে সাজিয়ে তুলুন লাল ও হলুদ বসনে
advertisement
12/13
জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস রাশির জাতক জাতিকা গোপালকে সাজাবেন ঘন নীল কাপড়ে
advertisement
13/13
মীন বা পাইসেস রাশির জাতক জাতিকারা আরাধ্য গোপালকে সাজান হলুদ বসনে
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Krishna Jamashtami 2022 : জন্মাষ্টমীতে নিজের রাশি অনুযায়ী কীভাবে পুজো করবেন, জানুন জ্যোতিষী কী বলছেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল