TRENDING:

Kojagari Lakhsmi Puja 2023: এই দুই ফুল দিয়ে কোজাগরী লক্ষ্মী পুজো করুন! ধন-সম্পদে ভরবে ঘর! জানুন জ‍্যোতিষীর মত

Last Updated:
Kojagari Laxmi Puja 2023: কোন দুই ফুলে তুষ্ট হবেন লক্ষ্মী দেবী? জানুন জ‍্যোতিষীর মত
advertisement
1/6
এই দুই ফুল দিয়ে লক্ষ্মী পুজো করুন! ধন-সম্পদে ভরবে ঘর! জানুন জ‍্যোতিষীর মত
দেবী লক্ষ্মীর পছন্দের ফুল পদ্ম। কোজাগরীতে আরও দুটি ফুল দিয়ে পুজো দেওয়া যায় লক্ষ্মী দেবীর। কোন দুই ফুলে তুষ্ঠ হবেন লক্ষ্মী দেবী? বললেন পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারি। (Reported By: Annanya Dey)
advertisement
2/6
advertisement
3/6
লাল গোলাপ ও গাঁদা ফুল খুব পছন্দ করেন দেবী। পুজোর থালাতে এই দুটি ফুলের উপস্থিতির কথা বলেছেন পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারী। দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ,শান্তি আসবেই বলে জানিয়েছেন তিনি। (Reported By: Annanya Dey)
advertisement
4/6
মনোজ তিওয়ারী জানান,"লক্ষ্মী দেবীর প্রিয় পদ্মফুল। স্থলপদ্ম পেতে নাকানি চোবানি খেতে হয়। জল পদ্ম একটা কেনার পর দুটো কিনতে গেলেই দাম শুনলে হাতে ফোসকা পড়ে যায়। গাঁদা ফুল এই সময় গাছে ফুটতে শুরু করে দেয়।পাশাপাশি লাল গোলাপের দাম অপেক্ষাকৃত কম থাকে। এই দুটি ফুল লক্ষ্মীদেবীর পছন্দ।পুজোর দিন থালায় আর বেশি না ভেবে এই দুটি ফুল দিয়ে সাজিয়ে ফেলুন।" (Reported By: Annanya Dey)
advertisement
5/6
কেন এই দুটি ফুল পছন্দ দেবীর? এই দুই ফুল দিয়ে দেবীর পুজো করলে জীবনে কি কি পরিবর্তন আসতে পারে ?সেইসব বিষয় নিয়েও বিস্তারিত জানিয়েছেন পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারী। লাল গোলাপের মিষ্টি গন্ধে লক্ষ্মীদেবী প্রসন্না হন। লক্ষ্মী দেবী শুক্র গ্রহে অধিষ্ঠিত। দেবীকে লাল গোলাপ নিবেদন করলে, শুক্র গ্রহকে শক্তিশালী করা যায়। ফলে বৈষয়িক সুখ পাওয়া যায়। (Reported By: Annanya Dey)
advertisement
6/6
পাশাপাশি সম্পদ বৃদ্ধি হয়। কমলা,হলুদ গাঁদা দিয়ে ঠাকুরঘর সাজিয়ে তুললেও সুন্দর লাগে। এই পুজোয় ফুলটি ব‍্যবহার করা যায়।গাঁদা ফুল ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী তাঁর অর্ধাঙ্গিনী। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কমলা বা হলুদ রঙের গাঁদা ফুল লক্ষ্মীকে নিবেদন করলে তিনি প্রসন্না হন। গাঁদা ফুল নিবেদন করলে জ্ঞান লাভ হয়। (Reported By: Annanya Dey)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kojagari Lakhsmi Puja 2023: এই দুই ফুল দিয়ে কোজাগরী লক্ষ্মী পুজো করুন! ধন-সম্পদে ভরবে ঘর! জানুন জ‍্যোতিষীর মত
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল