TRENDING:

Kojagari Lakshmi Puja 2025: ‘কোজাগরী’ শব্দের মানে কী? আশ্বিন পূর্ণিমার রাতের লক্ষ্মীপুজোকে কেন এই নামে অভিহিত করা হয়? জানুন

Last Updated:
Kojagari Lakshmi Puja 2025: কোনও পুজোয় সুফল তখনই মেলে যখন আরাধ্যা ঈশ্বর তাঁর ভক্তের উপর প্রসন্ন হন। ঠিক এই কারনেই লক্ষ্মী পুজোয় পাঁচালী পড়া লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ।
advertisement
1/5
‘কোজাগরী’ শব্দের মানে কী? আশ্বিন পূর্ণিমার রাতের লক্ষ্মীপুজোকে কেন এই নামে অভিহিত করা হয়?
সাধারণত কোজাগরী পূর্ণিমার রাতে সারারাত জেগে থাকার বিধি আছে৷ ‘কোজাগর ’ অর্থাৎ ‘কে জেগে আছে’। পূর্ণিমা তিথিতে লক্ষ্মীদেবীর আরাধনা করতে রাত জাগার বিধান রয়েছে। তাই একে কোজাগরী পূর্ণিমা বলা হয়। 'ঘুমিয়ে লক্ষ্মী হন বিরূপা, জাগরণে লক্ষ্মীর কৃপা। নইলে কেন জাগে কোজাগরে'। এই তিথিতে সন্ধে বেলা লক্ষ্মীদেবীর পুজো করে। নারকেল জলপান এবং চিঁড়া ভক্ষণ করলে ভালো হয়। রাত জেগে পাশা খেলা ও এই পুজোর অঙ্গ।
advertisement
2/5
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, আশ্বিন মাসের পূর্ণিমা তিথি পড়ছে ৬ অক্টোবর সোমবার। সেদিন সকাল ১১ টা ২৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ৭ অক্টোবর সকাল ৯ টা ৩৩ মিনিটে। যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে লক্ষ্মীদেবীর আরাধনা করবেন, তাঁরা এই সময়েই পুজো করতে পারবেন। তাই এই সময়ের মধ্যে লক্ষ্মীদেবীর আরাধনা করতে পারেন।
advertisement
3/5
লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পড়ুন এবং ১০৮বার গায়ত্রী মন্ত্র জপ করুন। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল পাওয়া যায়। এই দিন দেবীর পায়ের সামনে পাঁচটি কড়ি রেখে পুজো করান এবং সেই কড়ি গুলো ক্যাশবাক্সে রেখে দিন। সমৃদ্ধি পাবে। এই দিন কুমারী মেয়ে অর্থাৎ ছোট বাচ্চা পাঁচটি মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন।
advertisement
4/5
কোনও পুজোয় সুফল তখনই মেলে যখন আরাধ্যা ঈশ্বর তাঁর ভক্তের উপর প্রসন্ন হন। ঠিক এই কারনেই লক্ষ্মী পুজোয় পাঁচালী পড়া লক্ষ্মী পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে রোগ-ব্যাধি থেকে মুক্তি ঘটে।
advertisement
5/5
লক্ষ্মীর পাঁচালী বইয়ে দেবীকে আরাধনা করার সমস্ত মন্ত্র লেখা আছে, তাতে দেবী আহ্বান মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করে ঘটে ও দেবীর পায়ে ফুল দিয়ে তাঁর অর্চনা শুরু করুন। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করুন। এরপর শাঁখ বাজিয়ে লক্ষ্মীর পাঁচালী পড়ে সংসারের মঙ্গল কামনা করুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kojagari Lakshmi Puja 2025: ‘কোজাগরী’ শব্দের মানে কী? আশ্বিন পূর্ণিমার রাতের লক্ষ্মীপুজোকে কেন এই নামে অভিহিত করা হয়? জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল