Kojagari Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মীপুজোয় ঘুরবে ভাগ্যের চাকা...! পূর্ণিমাতে শুভ যোগে করুন এই কাজ, ঝাঁপি উপুড় করে ঢেলে দেবেন অঢেল ধন-সম্পদ, তবে ভুল যেন না হয়!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kojagari Lakshmi Puja 2024: দুর্গাপুজো শেষ হতে না হতেই তোড়জোড় শুরু হয়ে যায় কোজাগরী লক্ষ্মীপুজোর৷ দুর্গাপুজোর পরেই শারদ পূর্ণিমাতে পুজো হয় ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর।
advertisement
1/8

দুর্গাপুজো শেষ হতে না হতেই তোড়জোড় শুরু হয়ে যায় কোজাগরী লক্ষ্মীপুজোর৷ দুর্গাপুজোর পরেই শারদ পূর্ণিমাতে পুজো হয় ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর।
advertisement
2/8
পঞ্জিকা অনুযায়ী এই বছর কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি শুরু হচ্ছে ১৬ অক্টোবর বুধবার সন্ধে ৭টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ডে। এবং শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে।
advertisement
3/8
নাম, ধন, যশ ও খ্যাতি প্রাপ্তির জন্য মূলত পূর্ববঙ্গের মানুষরা এই লক্ষ্মীপুজোর সূচনা করলেও আজ সকলের বাড়িতেই ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করা হয়। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট হয়, তবে তার পুজোর জন্য কিছু বিশেষ নিয়মও কিছু বিধিনিষেধ মানতে হয়৷
advertisement
4/8
লক্ষ্মীপুজোর দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করতে নেই৷ এদিন ভুলেও এগুলি হলেও মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন৷
advertisement
5/8
মা লক্ষ্মীর পুজোর সময় কোনওভাবেই তুলসী পাতা দেবেন না৷ এতে মা লক্ষ্মী রুষ্ট হন৷
advertisement
6/8
লক্ষ্মীপুজোর দিন কখনওই লোহার বাসন ব্যবহার করবেন না৷ এদিন বাড়ি থেকে অন্য কাউকে চাল দেবে না৷
advertisement
7/8
মা লক্ষ্মীকে পুজোর সময় সাদা রঙের ফুল নিবেদন করবেন না৷ লাল, হলুদ, গোলাপি রঙের ফুল অর্পন করুন৷ এবং ঠাকুরের আসনে সাদা বা কালো কাপড় ভুলেও পাতবেন না৷
advertisement
8/8
লক্ষ্মীপুজোর দিন ভুলেও কাঁসর ঘণ্টা বাজাবেন না৷ এতে মা লক্ষ্মী রুষ্ট হন৷ পুজোর সময় কালো বা সাদারঙের পোশাক না পরাই ভাল৷ লক্ষ্মীপুজোর দিন মা লক্ষ্মীর যে কোনও কাজের জন্য কলাপাতা ব্যবহার করুন৷ (Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kojagari Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মীপুজোয় ঘুরবে ভাগ্যের চাকা...! পূর্ণিমাতে শুভ যোগে করুন এই কাজ, ঝাঁপি উপুড় করে ঢেলে দেবেন অঢেল ধন-সম্পদ, তবে ভুল যেন না হয়!