Astro Tips: কোজাগরীর দিন ভুলেও দান করবেন না বিশেষ জিনিসগুলি, জীবনে নেমে আসবে চরম দুর্গতি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দুর্গাপুজো শেষে, আজ আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে পালিত হতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো। শুধু মা লক্ষ্মীই নয়। এই দিন ভগবান বিষ্ণুরও উপাসনা করা হয়। বৈদিক মতানুসারে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই দিন চাঁদ ১৬ কলায় পরিপূর্ণ হয় ফলে সারা রাত চাঁদের কিরণ দিকে দিকে ছড়িয়ে পড়ে। এছাড়াও এই দিন ক্ষীর রাতভর চাঁদের আলোয় রেখে দিলে ফল পাওয়া যায়।
advertisement
1/6

বৈদিক মতানুসারে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই দিন চাঁদ ১৬ কলায় পরিপূর্ণ হয় ফলে সারা রাত চাঁদের কিরণ দিকে দিকে ছড়িয়ে পড়ে। এছাড়াও এই দিন ক্ষীর রাতভর চাঁদের আলোয় রেখে দিলে ফল পাওয়া যায়। প্রতীকী ছবি।
advertisement
2/6
এই দিন বিশেষ বিশেষ কিছু জিনিস দান করলে জীবনে অর্থকষ্ট নেমে আসতে পারে সে বিষয়ে সতর্ক করছেন জ্যোতিষবিদ হিতেন্দ্র কুমার। কোন কোন জিনিস দান করবেন না এই লক্ষ্মী পুজোর দিন দেখে নেওয়া যাক।
advertisement
3/6
লোহার জিনিসশারদ পূর্ণিমায় ভুলেও কাউকেও লোহার কোনও জিনিস দান করবেন না। লোহার জিনিস এই দিন দান করা একদমই শুভ বলে মনে করা হয় না। মনে করা হয় এই দিন লোহার কোনও জিনিস দান করলে শনিদেব কুপিত হন এবং অসফলতা ওই ব্যক্তিকে গ্রাস করে। প্রতীকী ছবি।
advertisement
4/6
দইশারদ পূর্ণিমায় ভুলেও দই দান করতে নেই। দই দান করার ফলে ব্যক্তির জীবনে মুশকিল এবং বিপদ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। জীবনে সুখ শান্তি চলে যেতে পারে, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিন নুন দান করলে শুক্র দোষ দেখা দেয়। প্রতীকী ছবি।
advertisement
5/6
নুনকোজাগরী লক্ষ্মীপুজোর দিন নুন দান করতে নেই। এই দানকে খুব অশুভ বলে মনে করা হয়। মনে করা হয় নুন দান করলে জীবনে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। মনে করা হয় জীবন থেকে সুখ সমৃদ্ধি সব বাধাপ্রাপ্ত হয়। প্রতীকী ছবি।
advertisement
6/6
কোন কোন জিনিস দান করতে হয়-এইদিন চাল, গুড়, ক্ষীরের দান শুভ বলে মনে করা হয়। এরফলে ব্যক্তির আর্থিক দুর্গতি দূর হয়, জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astro Tips: কোজাগরীর দিন ভুলেও দান করবেন না বিশেষ জিনিসগুলি, জীবনে নেমে আসবে চরম দুর্গতি