'শনির দশা' কোনও প্রভাব ফেলে না এই চার রাশির জীবনে! কাদের দু'হাত দিয়ে আগলে রাখেন সূর্যপুত্র? জেনে নিন শনিদেবের প্রিয় চার রাশি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জ্যোতিষীশাস্ত্রে শনিদেবের কিছু প্রিয় রাশির কথা বলা হয়েছে। এই সমস্ত রাশির জাতক/জাতিকাদের শনিদেবের খারাপ দৃষ্টি তাদের প্রভাবিত করে না। এই জন্য শনির সাড়েসাতি বা ধাইয়া প্রকোপে এদের পড়তে হয় না। জেনে নিন কোন কোন রাশির শনিদেবের আশীর্বাদ রয়েছে।
advertisement
1/7

কর্মফলের এবং ন্যায়ের দেবতা শনি প্রত্যেক মানুষের জীবনে কর্ম অনুসারে ফলপ্রদান করে থাকেন। তিনি যেমন ভাল কাজ করলে ভাল ফল প্রদান করেন তেমনই যদি কোনও ব্যক্তি কোনও খারাপ কাজ করেন তাহলে এইরকম ব্যক্তিকে শাস্তি প্রদান করে থাকেন। প্রতিটি মানুষের জীবনে একবার শনির সাড়ে সাতি এবং ধাইয়ার মুখোমুখি হতে হয়। কোনও ব্যক্তির উপর শনির কু-নজর পড়ে তাহলে তাঁর শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যায় পড়তে হয়।
advertisement
2/7
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জ্যোতিষীশাস্ত্রে শনিদেবের কিছু প্রিয় রাশির কথা বলা হয়েছে। এই সমস্ত রাশির জাতক/জাতিকাদের শনিদেবের খারাপ দৃষ্টি তাদের প্রভাবিত করে না। এই জন্য শনির সাড়েসাতি বা ধাইয়া প্রকোপে এদের পড়তে হয় না। জেনে নিন কোন কোন রাশির শনিদেবের আশীর্বাদ রয়েছে।
advertisement
3/7
তুলা রাশিতুলা রাশি হল শনিদেবের সবথেকে প্রিয় রাশি। গ্রহরাজ সবসময়েই তুলা রাশির জাতকদের জীবনে সৌভাগ্য বর্ষণ করে থাকেন। শনিদেব তাদের স্থিতিশীলতা, প্রজ্ঞা, এবং জীবনে পেশাদার সাফল্য নিশ্চিত করেন। যখনই শনি বা শুক্র তুলা রাশিকে প্রভাবিত করে তা সবসময়েই ইতিবাচক প্রভাবে রূপান্তরিত হয়।
advertisement
4/7
বৃষশুক্র দ্বারা শাসিত বৃষ রাশি শনিদেবের আরও একটি বন্ধু রাশি। এই রাশির জাতক/জাতিকারা ঐশ্বরিক আশীর্বাদের কারণে একটি বিলাসবহুল জীবন, আর্থিক স্থিতিশীলতা এবং সাফল্য উপভোগ করেন। শনিদেব বৃষ রাশির জাতক/জাতিকাদের সম্পদ, আরাম, এবং সমৃদ্ধি প্রদান করে থাকেন। এছাড়াও অনেক সময়ে এঁরা আর্থিক সঙ্কট বা জীবনে সমস্যায় পড়ে। কিন্তু, কঠোর পরিশ্রমে সহজেই তাঁরা জীবনে সফলতা আনে।
advertisement
5/7
মকরমকর রাশি শনিদেব দ্বারাই শাসিত রাশি। এই রাশি ব্যক্তিদের সুশৃঙ্খল, এবং ভাগ্যবান গড়ে তোলে। এছাড়াও, তাদের ধৈর্য এবং নিষ্ঠা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে নিয়ে যায়। মকর রাশিতে একটি শক্তিশালী কাজের নীতি আছে। তাঁরা বাধা সম্মুখীন হলেও তা পার করে যায়।
advertisement
6/7
কুম্ভ রাশিকুম্ভ রাশি শনিদেব দ্বারা শাসিত রাশি। এই রাশি এই জাতকদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি ডেকে আনে। একইসঙ্গে এই রাশির জাতক/জাতিকারা তাদের বুদ্ধিমত্তা, প্রজ্ঞার দ্বারা তাদের জীবন স্বপ্নের মতন গড়ে তোলেন।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
'শনির দশা' কোনও প্রভাব ফেলে না এই চার রাশির জীবনে! কাদের দু'হাত দিয়ে আগলে রাখেন সূর্যপুত্র? জেনে নিন শনিদেবের প্রিয় চার রাশি