কোন মাসে জন্ম আপনার? মাসের কোন তারিখ আপনার জন্য অশুভ, দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
September born: জন্ম মাস মিলিয়ে দেখে নিন, কোন তারিখ আপনার জন্য শুভ নয়!
advertisement
1/8

অনেক সময় হওয়া কাজ হয় না। কোনও কাজ বহুদিন ধরে আটকে থাকে। আমরা সবরকম চেষ্টা করেও সেই কাজ উদ্ধার করতে পারি না।
advertisement
2/8
জ্যোতিষ শাস্ত্র বলছে, মানুষের কর্ম, সাফল্যের অনেকটাই নির্ভর করে জন্ম তারিখের উপর। আপনার কোন মাসে জন্ম?
advertisement
3/8
জানুয়ারি থেকে ডিসেম্বর, যে মাসে জন্ম আপনার. সেই মতো দেখে নিতে হবে কোন তারিখ আপনার জন্য অশুভ।
advertisement
4/8
জ্যোতিষ শাস্ত্র মতে, জন্ম তারিখের উপর অনেক কিছুই নির্ভর করে। তবে এই ধরণের প্রতিবেদনে বিশ্বাস করতে News18 Bangla জোর করে না। পাঠক নিজ দায়িত্বে, বিচার-বিবেচনা করে এই প্রতিবেদন পড়বেন বলে আমরা বিশ্বাস করি।
advertisement
5/8
জানুয়ারিতে জন্ম হলে- ৪ এবং ১৩ তারিখে বিশেষভাবে সতর্ক থাকুন। ফেব্রুয়ারি মাসে জন্ম হলে- এই মাসে জন্ম হলে ১০ তারিখ সাবধান থাকতে হবে। মার্চ মাসে জন্ম হলে- ১৫ তারিখে সাবধান থাকতে হবে। ওই দিন বিশ্বাসে আঘাত লাগতে পারে।
advertisement
6/8
এপ্রিল মাসে জন্ম হলে- যে কোনও মাসের ১ তারিখ বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। মে মাসে জন্ম হলে- যে কোনও মাসের ৫ ও ২০ তারিখে সাবধান থাকতে হবে। জুন মাসে জন্ম হলে- যে কোনও মাসের ৬ তারিখ চোখ-কান খোলা রাখতে হবে।
advertisement
7/8
জুলাই মাসে জন্ম হলে- ৭ ও ২৭ তারিখ কোনও শুভ কাজ করার আগে ভাবতে হবে। অগাস্ট মাসে জন্ম হলে- ৮ ও ২৪ তারিখ সাবধানে থাকতে হবে। সেপ্টেম্বর মাসে জন্ম হলে- যে কোনও মাসের ৯ তারিখ সাবধানে থাকতে হবে।
advertisement
8/8
অক্টোবর মাসে জন্ম হলে- মাসের ১৩ তারিখ সমস্যায় ফেলতে পারে। নভেম্বরে জন্ম হলে- ৫ তারিখ সাবধান হতে হবে। ভরসায় আঘাত লাগতে পারে। ডিসেম্বরে জন্ম হলে- মাসের ২৫ তারিখ সাবধানে থাকতে হবে।