তুলসী গাছে রোজ জল দেন? ভুল করছেন না তো? সপ্তাহের কোন দিন জল দেওয়া উচিত নয়?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অধিকাংশ গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ সংসারে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।
advertisement
1/7

তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অধিকাংশ গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে।
advertisement
2/7
ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ সংসারে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। কিন্তু, এই গাছকে সঠিক দিকে এবং সঠিকভাবে পরিচর্যা করা অত্যন্ত প্রয়োজন। এই প্রসঙ্গে জ্যোতিষী অনুসূল ত্রিপাঠী বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। দেখে নেওয়া যাক সেইদিক গুলি-
advertisement
3/7
সবসময় সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত। সকালের শুদ্ধ পবিত্র বাতাস গাছের জন্য অত্যন্ত উপযোগী। এরফলে গোটা বাড়িতেই পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে।
advertisement
4/7
তুলসী গাছে জল দেওয়ার সময় সবসময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবেই জলদান করবেন। এরফলে পবিত্র মনে জলদান সম্ভব হয়।
advertisement
5/7
কোন পাত্রে জলদান করা হচ্ছে সেইদিকেও নজর রাখতে হবে। তামার বা পিতলের পাত্রে জল দান করা উচিত। এই ধাতু গাছের জন্য অত্যন্ত উপযোগী।
advertisement
6/7
জল সরাসরি গাছের গোড়ায় দিতে হবে। জল পাতায় দেওয়া উচিত নয়। শিকড়ে দিলে গাছ ভাল থাকে।
advertisement
7/7
সপ্তাহের রবিবার এবং মঙ্গলবার তুলসী গাছে জল দিতে নেই। এই দুদিন জল দেওয়া পবিত্র বলে মনে করা হয় না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
তুলসী গাছে রোজ জল দেন? ভুল করছেন না তো? সপ্তাহের কোন দিন জল দেওয়া উচিত নয়?