Who Never Admit Their Mistakes: এই ৫ রাশির জাতক জাতিকারা নিজেদের ভুল ভুলেও স্বীকার করে না, আপনিও আছেন নাকি?
- Published by:Raima Chakraborty
Last Updated:
এই রকম লোকজনকে তাঁদের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা একটা কষ্টকর ব্যাপার। (Who Never Admit Their Mistakes)
advertisement
1/6

যখন দেখা যায় যে কোনও ব্যক্তি অসংখ্য ভুল করার পরেও সেটা স্বীকার করছেন না, মাঝে মাঝে সেটা খুব হতাশাজনক হয়ে দাঁড়ায় (Who Never Admit Their Mistakes)। এই রকম লোকজনকে তাঁদের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা একটা কষ্টকর ব্যাপার। নিজেদের সম্পর্কে অতি আত্মবিশ্বাসী হওয়া থেকে শুরু করে কখনই ভুল স্বীকার না করা- এই ধরনের লোকেদের সাধারণত খুব অহঙ্কারী এবং আত্মকেন্দ্রিক মনোভাব থাকে (Who Never Admit Their Mistakes)। স্বাভাবিক ভাবেই এমন মানুষদের সবাই এড়িয়ে চলে। রাশিচক্র অনুযায়ী এরকম পাঁচ রাশি জাতক বা জাতিকা কখনওই নিজেদের ভুল মেনে নেয় না (Who Never Admit Their Mistakes)।
advertisement
2/6
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২ সব ব্যাপারে নিখুঁত থাকা এদের স্বভাব। এদের ভুল কেউ ধরিয়ে দিক- সেই সুযোগ এরা দেয় না। কোনও ভাবেই যাতে এদের কোনও খুঁত বা ভুল না ধরা পড়ে সেই জন্য এরা দিনরাত এক করে পরিশ্রম করতে থাকে।
advertisement
3/6
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২ এই রাশির আত্মভিমান সাঙ্ঘাতিক। এদের ভুল কেউ ধরে দিলেই আগ্রাসী হয়ে ওঠে এরা। কোনও অবস্থাতেই এরা ক্ষমা চায় না। নিজেদের নিয়ে এদের খুব অহঙ্কার থাকে। ফলে এদের কেউ চ্যালেঞ্জ করলেই এরা খেপে যায়।
advertisement
4/6
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১ এরা যে ভুল করতে পারে সেটাই এরা বিশ্বাস করে না। এই রাশির ধারণা এরা যেটা করে ঠিকই করে, ফলে এদের ভুল ধরিয়ে দেওয়া অসম্ভব। অন্যদের থেকে কোনও বিষয়ে মতামত নেওয়া এরা অপছন্দ করে। ফলে এদের কিছু বোঝাতে গেলেই এই রাশি তর্ক জুড়ে দেয়।
advertisement
5/6
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ মেষ রাশি খুব জেদি স্বভাবের হয় এবং এদের বিরুদ্ধে কেউ কথা বললে সেটা মেনে নেয় না। কেউ এদের ভুল ধরিয়ে দিলে এরা সেই ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক রাখে না।
advertisement
6/6
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ ভুল করা এদের ধাতে নেই, অন্তত এই রাশি সেটাই বিশ্বাস করে। এদের ভুল ধরা পড়ে গেলে এরা খুব চালাকি করে সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ক্ষমা না চাইলেও এরা চেষ্টা করে কোনও ভাবে নিজেদের ভুল কাজ ঠিক করতে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Who Never Admit Their Mistakes: এই ৫ রাশির জাতক জাতিকারা নিজেদের ভুল ভুলেও স্বীকার করে না, আপনিও আছেন নাকি?