TRENDING:

Vastu Tips of Broom: বাড়িতে কোথায় রাখছেন ঝাঁটা? ছোট্ট ভুলেই মুখ ফেরাবে মা লক্ষ্মী, ঘিরে ধরবে বিপদ

Last Updated:
Vastu Tips of Broom: ঝাঁটা এমন একটি জিনিস, যা বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। বাস্তু মতে, বাড়ির ঠিক কোথায় ঝাঁটা রাখলে সংসারের মঙ্গল হবে তা জেনে নিন-
advertisement
1/7
বাড়িতে কোথায় রাখছেন ঝাঁটা? ছোট্ট ভুলেই মুখ ফেরাবে মা লক্ষ্মী, ঘিরে ধরবে বিপদ
প্রতিবাড়ি পরিস্কার রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু জানেন কি, সেই বাড়িঘর সাফ করার জিনিসগুলি ঠিক জায়গা না রাখলে সংসারে আসবে ঘোর অশান্তি।
advertisement
2/7
ঝাঁটা এমন একটি জিনিস, যা বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। বাস্তু মতে, বাড়ির ঠিক কোথায় ঝাঁটা রাখলে সংসারের মঙ্গল হবে তা জেনে নিন-
advertisement
3/7
বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকের মধ্যে কোনও একটি জায়গায় ঝাঁটা রাখা উচিত। খেয়াল রাখতে হবে, ঝাঁটা যাতে দাঁড় করানো না থাকে। কাজ শেষ হয়ে গেলে তা শুইয়ে রাখতে হবে। ঝাঁটার মুখ পূর্ব দিকে রাখা শুভ।
advertisement
4/7
যদি ঝাঁটা পুরনো হয়ে যায় এবং সেটা পাল্টাতে হয়, তাহলে সেটা শনিবার পাল্টাতে হবে। অথবা পূর্ণিমার (Full Moon) দিন, গ্রহণের পরে বদলাতে হবে।
advertisement
5/7
বাড়িতে যেখানে রান্না করা হয় বা খাওয়া হয়। সেখানে বা তার আশেপাশে ঝাঁটা রাখা যাবে না। সেটা করলে ঘরে খাদ্যশস্যের (Food Grain) সঙ্কট হতে পারে।
advertisement
6/7
যে কোনও সময়ে কিন্তু ঝাঁটা ব্যবহার করা মোটেই উচিত নয়। ঘর ঝাঁট দেওয়ার নির্দিষ্ট সময় আছে। সকালে এবং সন্ধ্যা যখনই ঘর ঝাঁট দেওয়া হোক না কেন, ভূমিকে প্রণাম করে তা শুরু করা উচিত।
advertisement
7/7
ঘর ঝাড়-পোছের সময়ে পশ্চিম বা উত্তর দিক থেকে ঝাঁটা চালাতে হয়। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। আবর্জনা এখানে-সেখানে ফেলে না রেখে ডাস্টবিনে দিতে হবে। অন্যথা হলে নেমে আসতে পারে দারিদ্র, খারাপ সময়। (Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips of Broom: বাড়িতে কোথায় রাখছেন ঝাঁটা? ছোট্ট ভুলেই মুখ ফেরাবে মা লক্ষ্মী, ঘিরে ধরবে বিপদ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল