Puja Rituals: গোলগোল ঘোরালেই হয় না! পুজোয় আরতির রয়েছে বিশেষ নিয়ম, নির্দিষ্ট সংখ্যা! জেনে নিন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Puja Rituals: ঘরে পুজোর ক্ষেত্রেও পঞ্চ উপাচারে আরতি করতে পারলে সব থেকে ভাল। এক্ষেত্রে পঞ্চপ্রদীপ, কর্পূর পুষ্প, জলশঙ্খ এবং চামর ব্যবহার করা উচিত।
advertisement
1/8

*বাড়িতে আমরা পুজো শেষে আরতি করি। বলা হয় পুজো শেষে আরতি না করলে সেই পুজোর সিদ্ধি হয় না। মন্ত্রচারণের মাধ্যমে পুজো হোক বা মন্ত্র ছাড়া, আরতির মধ্যে দিয়ে ভগবানের পুজো সম্পন্ন হয়। বলা হয় আরতি দর্শন করলেও মেলে পূণ্য। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*বাড়িতে আমরা পুজো শেষে আরতি করি। বলা হয় পুজো শেষে আরতি না করলে সেই পুজোর সিদ্ধি হয় না। মন্ত্রচারণের মাধ্যমে পুজো হোক বা মন্ত্র ছাড়া, আরতির মধ্যে দিয়ে ভগবানের পুজো সম্পন্ন হয়। বলা হয় আরতি দর্শন করলেও মেলে পূণ্য। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*পুজো শেষে আরতি করতে বলা হয়। কিন্তু নিয়ম মেনে আরতি না করলে পূর্ণ ফল পাওয়া যায় না। জেলার ব্রাহ্মণ ট্রাস্টের এক সদস্য বিশ্বনাথ ভট্টাচার্য বলছেন, গোল গোল করে ঘোরালেই আরতি হয় না। আরতির প্রদীপ দেখানোর নির্দিষ্ট দিশা রয়েছে। নির্দিষ্টভাবে ঘোরাতে হয় আরতির প্রদীপ অথবা কর্পূর। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন, ঘরে পুজোর ক্ষেত্রেও পঞ্চ উপাচারে আরতি করতে পারলে সবচেয়ে ভাল। এ ক্ষেত্রে পঞ্চপ্রদীপ, কর্পূর, পুষ্প, জলশঙ্খ এবং চামর ব্যবহার করা উচিত। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*যদি আরতির থালা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যে দেবদেবীর পুজো করা হচ্ছে, তার পছন্দের ফুল এবং মিষ্টি রাখা উচিত। তবে সমস্ত উপাচার যদি বাড়িতে না থাকে, তাহলে পঞ্চ প্রদীপ এবং কর্পূর দিয়েও আরতি করা যায়। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*কী ভাবে ঘোরাবেন আরতির প্রদীপ অথবা কর্পূর? পুরোহিত জানিয়েছেন, সাধারণত আমরা বিগ্রহের সামনে গোল গোল করে আরতির প্রদীপ অথবা কর্পূর ঘোরাতে থাকি। কিন্তু আরতি করার নিয়ম এভাবে নয়। আরতি করতে হয় 'ওম' দিশায়। অর্থাৎ আমরা যেভাবে ওম লিখি, সেই দিশা অনুযায়ী আরতির প্রদীপ, পঞ্চপ্রদীপ অথবা কর্পূরদানি ঘোরাতে হয়। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*প্রদীপ ঘোরানোর নির্দিষ্ট সংখ্যাও রয়েছে বলে তিনি জানিয়েছেন। বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন, প্রথমে বিগ্রহের চরণের কাছে চারবার আরতি ঘোরাতে হবে। তারপর নাভি মণ্ডলের কাছে দু'বার। মুখমণ্ডলের কাছে আরতির প্রদীপ ঘোরাতে হবে তিনবার। তারপর সম্পূর্ণ বিগ্রহের সামনে সাতবার ঘোরাতে হয় আরতির প্রদীপ অথবা কর্পূর। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*আরতি সম্পূর্ণ করার আগে আরতির ওম নিতে নেই বলেও তিনি জানিয়েছেন। ওই ব্রাহ্মণ জানিয়েছেন, এইভাবে আরতি করতে পারলেই সম্পূর্ণ সিদ্ধ হবে আপনার বাড়ির পুজো। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Puja Rituals: গোলগোল ঘোরালেই হয় না! পুজোয় আরতির রয়েছে বিশেষ নিয়ম, নির্দিষ্ট সংখ্যা! জেনে নিন