Vishwakarma Puja 2023 Date: পুজোর তারিখে বদল, এবার সেপ্টেম্বরের কত তারিখে পড়ছে বিশ্বকর্মা পুজো? জানুন নির্ঘণ্ট
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Vishwakarma Puja 2023 Date: সচরাচর ১৭ সেপ্টেম্বর করে প্রতিবছর বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। বিভিন্ন অফিসের কর্মীরা মেতে ওঠেন এই পুজোয়।
advertisement
1/5

আসছে দুর্গাপুজো। সাজো সাজো রব চারদিকে, তারই আগে অবশ্য বিশ্বকর্মায় মেতে উঠবে বাংলার আনাচেকানাচে। দুর্গাপুজোর সূচনা যেন এই দেবতার পুজোর হাত ধরেই। এই বছর কবে পড়ছে এই পুজোর তারিখ।
advertisement
2/5
সচরাচর ১৭ সেপ্টেম্বর করে প্রতিবছর বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। বিভিন্ন অফিসের কর্মীরা মেতে ওঠেন এই পুজোয়।
advertisement
3/5
তবে এবার পুজোর তারিখ পাল্টে গিয়েছে। কী বলছে পঞ্জিকা? ১৭ সেপ্টেম্বরের বদলে এই বছর বিশ্বকর্মা পুজো হচ্ছে ১৮ সেপ্টেম্বর। বাংলায় ৩১ ভাদ্র, সোমবার।
advertisement
4/5
পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা জানান, এবার বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সোমবার পালিত হবে। এ সময় পূজার শুভ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।
advertisement
5/5
সুতরাং আগামী সোমবার অফিসে অফিসে পুজো হবে বিশ্বকর্মার। বাংলার আকাশে আকাশে উড়বে রংবেরঙের ঘুড়ি। একইসঙ্গে চলবে দুর্গাপুজোর প্রস্তুতি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vishwakarma Puja 2023 Date: পুজোর তারিখে বদল, এবার সেপ্টেম্বরের কত তারিখে পড়ছে বিশ্বকর্মা পুজো? জানুন নির্ঘণ্ট