TRENDING:

সূর্যের রাশিতে কেতুর অবস্থান! রাতারাতি ভাগ্যোন্নতি, সম্পদ ও খ্যাতির আশীর্বাদ পাবে এই ৪ রাশি!

Last Updated:
Ketu Transit কেতু—এই রহস্যময় ও কঠোর গ্রহটি সবসময়ই পশ্চাদগামী (retrograde) ভাবে চলাচল করে এবং প্রায় দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে। কেতুর রাশিচক্র পরিবর্তন হবে, কিন্তু তার আগে প্রায় ১১ মাস ধরে এই গ্রহ চারটি রাশিকে দেবে বিস্ময়কর সৌভাগ্য ও সাফল্যের উপহার।
advertisement
1/8
দারুণ সময়! সব যন্ত্রণার অবসান ঘটিয়ে 'খেলা' ঘুরছে! রাতারাতি টাকার গদিতে চড়বে কোন ৪ রাশি?
কেতু—এই রহস্যময় ও কঠোর গ্রহটি সবসময়ই পশ্চাদগামী (retrograde) ভাবে চলাচল করে এবং প্রায় দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে। ২০২৬ সালে কেতুর রাশিচক্র পরিবর্তন হবে , কিন্তু তার আগে প্রায় ১১ মাস ধরে এই গ্রহ চারটি রাশিকে দেবে বিস্ময়কর সৌভাগ্য ও সাফল্যের উপহার। কোন ৪ রাশির কপাল খুলতে চলেছে? জেনে নিন। 
advertisement
2/8
২০২৫ সালের ১৮ মে, কেতু সূর্যের রাশি সিংহে (Leo) প্রবেশ করে। সূর্যের শক্তিশালী প্রভাবাধীন এই অবস্থান প্রচুর অস্থিরতা ও পরিবর্তন নিয়ে এসেছে। তবে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের ৫ ডিসেম্বর, কেতু প্রবেশ করবে কর্কট রাশিতে (Cancer)।
advertisement
3/8
তার আগে, ২০২৬ সালের প্রথম ১১ মাসে কেতু চারটি রাশিকে দেবে হঠাৎ ধনলাভ, আধ্যাত্মিক উন্নতি এবং ভাগ্যোন্নতির আশীর্বাদ। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে কেতুর প্রভাবে👇
advertisement
4/8
♉ বৃষ রাশি (Taurus): পূর্বপুরুষের সম্পত্তি ও আর্থিক সাফল্য ২০২৬ সালে কেতুর আশীর্বাদে বৃষ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে। পূর্বপুরুষের সম্পত্তি থেকে লাভ হতে পারে, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে মিলবে আশাতীত মুনাফা। মায়ের স্বাস্থ্য উন্নত হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা দেবে। চাকরিজীবীরা বেতনবৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা পাবেন, আর ব্যবসায়ীদের জন্য এই বছর হবে বিশেষ মুনাফার সময়। সামগ্রিকভাবে জীবনে আসবে আনন্দ ও প্রাচুর্য।
advertisement
5/8
♊ মিথুন রাশি (Gemini): বিলাসিতা ও আত্মিক উত্থান ২০২৬ সালে মিথুন রাশির জাতক-জাতিকারা কেতুর কারণে ভোগ করবেন এক বিলাসবহুল ও স্বচ্ছন্দ জীবন। জীবনে আসবে আর্থিক স্থিতি ও স্বাচ্ছন্দ্য। নতুন উপার্জনের সুযোগ তৈরি হবে। চাকরিজীবীরা পরিশ্রমের যথাযথ পুরস্কার পাবেন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে, তীর্থযাত্রা বা ধর্মীয় ভ্রমণের সম্ভাবনাও থাকবে। তবে সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকতে হবে, কারণ কেতু অনেক সময় মানসিক বিচ্ছিন্নতা আনতে পারে।
advertisement
6/8
♏ বৃশ্চিক রাশি (Scorpio): দাম্পত্য সুখ ও পেশাগত উন্নতি ২০২৬ সালে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আসবে দাম্পত্য সুখ ও পারিবারিক শান্তি। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে। পেশাগত ক্ষেত্রে মিলবে ধারাবাহিক সাফল্য, কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবল। নতুন চাকরির সন্ধানকারী বৃশ্চিকরাও আশার আলো দেখতে পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত শুভ, অর্থ ও সম্মান দুই-ই মিলবে প্রাচুর্যে।
advertisement
7/8
♓ মীন রাশি (Pisces): আধ্যাত্মিক জাগরণ ও অন্তরশান্তি ২০২৬ সালে কেতুর প্রভাবে মীন রাশির জাতকদের মধ্যে দেখা দেবে গভীর আধ্যাত্মিকতা ও অন্তরশান্তি। হঠাৎ করে জীবনের দিকনির্দেশ বদলে যেতে পারে—একটি নতুন অর্থপূর্ণ অধ্যায় শুরু হবে। মানসিক ভারসাম্য ও বিশ্বাস পুনরুদ্ধার হবে, আর অপ্রত্যাশিত সৌভাগ্য আসবে কর্মক্ষেত্র ও জীবনে।
advertisement
8/8
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
সূর্যের রাশিতে কেতুর অবস্থান! রাতারাতি ভাগ্যোন্নতি, সম্পদ ও খ্যাতির আশীর্বাদ পাবে এই ৪ রাশি!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল