TRENDING:

Ketu Luck: সামান্য নিয়মেই অসামান্য ফল! কেতুর রক্তচক্ষু-রোষ বলে বলে উড়িয়ে দিন, ঘরে বাইরে সাফল্য শত্রুকে সহজেই দশ গোল, জ্যোতিষেই লুকিয়ে দারুণ টোটকা

Last Updated:
Ketu Luck: ছায়া গ্রহ কেতুর দশা সম্পর্কে জানা রয়েছে? আপনার জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে। কয়েকটি নিয়ম মানলেই লাঘব হয় কেতুর প্রভাব।
advertisement
1/7
কেতুর রক্তচক্ষু-রোষ বলে বলে উড়িয়ে দিন, ঘরে বাইরে সাফল্য শত্রুকে সহজেই দশ গোল
*ছায়া গ্রহ কেতুর দশা সম্পর্কে জানা রয়েছে? আপনার জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে। কয়েকটি নিয়ম মানলেই লাঘব হয় কেতুর প্রভাব। উপায় জানালেন জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী। প্রতিবেদনঃ অনন্যা দে। ফাইল ছবি। 
advertisement
2/7
*তিনি জানান, 'কেতুকে অশুভ বলে মনে করা হয়। কোষ্ঠীতে কেতু দুর্বল স্থানে থাকলে তার অশুভ প্রভাবে জাতকের জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে তার প্রতিকার সম্ভব।' ফাইল ছবি। 
advertisement
3/7
*জ‍্যোতিষ মতে, কেতুর অশুভ দশা চললে জাতকের জীবনে দুর্যোগ যেন পিছু ছাড়ে না। ফাইল ছবি। 
advertisement
4/7
*কেতুর অশুভ দশা কাটাতে মা দুর্গা, গণেশ ও বজরংবলীর পুজো করুন। কুকুরকে রুটি খাওয়ালের কেতুর দোষ কেটে যায়। ফাইল ছবি। 
advertisement
5/7
*কেতুর অমঙ্গলের প্রভাব এড়াতে কলা পাতায় করে ভৈরব দেবকে ভাত নিবেদন করুন। ফাইল ছবি। 
advertisement
6/7
*প্রতিদিন নিজের বাড়িতে পুজোর স্থানে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান। ফাইল ছবি। 
advertisement
7/7
*শনি দেবতার পুজো করলে কেতুর রোষ শান্ত করা সম্ভব হয়। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ketu Luck: সামান্য নিয়মেই অসামান্য ফল! কেতুর রক্তচক্ষু-রোষ বলে বলে উড়িয়ে দিন, ঘরে বাইরে সাফল্য শত্রুকে সহজেই দশ গোল, জ্যোতিষেই লুকিয়ে দারুণ টোটকা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল