TRENDING:

Ketu Gochar 2025 Lucky Zodiac: মায়াবী কেতুর গোচর আনবে খুশির বন্যা! ১৮ মাস এই ৬ রাশির জন্য হবে অত্যন্ত চমৎকার...

Last Updated:
Ketu Gochar 2025 Lucky Zodiac: ১৮ মে ২০২৫-এ কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে, যা ৬টি রাশির জন্য সৌভাগ্যের দ্বার খুলে দেবে। এই গোচরের ফলে জীবনে আসবে সাফল্য, আর্থিক লাভ, পারিবারিক সুখ এবং পেশাগত উন্নতির নতুন সুযোগ, বিস্তারিত জানুন...
advertisement
1/11
মায়াবী কেতুর গোচর আনবে খুশির বন্যা! ১৮ মাস এই ৬ রাশির জন্য হবে চমৎকার...
বৈদিক জ্যোতিষে রাহু ও কেতুকে ‘মায়াবী’ গ্রহ হিসেবে দেখা হয়। ২০২৫ সালে রাহু ও কেতু রাশি পরিবর্তন করতে চলেছে। এই সময় রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর করবে।
advertisement
2/11
কেতু ১৮ই মে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং ২৯ মে সম্পূর্ণভাবে এই রাশিতে অবস্থান করবে। এই গোচরের ফলে ৬টি রাশির ভাগ্য খুলে যেতে চলেছে।
advertisement
3/11
কেতুর গোচরের সময়কাল: ২০২৫ সালের ১৮ই মে বিকেল ৪টা ৩০ মিনিটে কেতু সিংহ রাশিতে প্রবেশ শুরু করবে। এরপর ২৯ মে রাত ১১টা ৩ মিনিটে পূর্ণভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে।
advertisement
4/11
রাহু ও কেতু সাধারণত ১৮ মাস পর পর রাশি পরিবর্তন করে। যখন কোনো গ্রহ পূর্ণভাবে কোনো রাশিতে প্রবেশ করে, তখন তাকে ‘স্পষ্ট গোচর’ বলা হয়।
advertisement
5/11
কেন সিংহ রাশিতে যাচ্ছে কেতু? বর্তমানে কেতু বুধের রাশি কন্যাতে রয়েছে। কিন্তু কেতুর গতি উল্টো হওয়ায় এটি কন্যা থেকে তুলায় না গিয়ে সিংহে প্রবেশ করবে। একইভাবে রাহুও মীন থেকে মেষে না গিয়ে কুম্ভে যাবে। এবার জেনে নেওয়া যাক, কেতুর এই গোচরে কোন কোন রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
advertisement
6/11
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য কেতুর গোচর ঘর, সম্পত্তি এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। বাড়ি, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং বন্ধ কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্যের উন্নতি ও বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে।
advertisement
7/11
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য কেতু সাহস, যোগাযোগ এবং ভাইবোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সুফল দেবে। কর্মক্ষেত্রে সফলতা ও নতুন আয়ের পথ খুলবে। পুরনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা থাকবে। মিডিয়া, লেখালিখি বা ভ্রমণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ লাভ হবে। উপায়: প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন।
advertisement
8/11
সিংহ রাশি: এই রাশির জাতকদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব আরও দৃঢ় হবে। সমাজে সম্মান ও কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখ আসবে। ক্যারিয়ারে অগ্রগতি ও নতুন উপার্জনের সুযোগ থাকবে। উপায়: সূর্যদেবকে জল অর্পণ করুন ও শিব পূজা করুন।
advertisement
9/11
বৃশ্চিক রাশি: কেতু আয় ও লাভের ক্ষেত্রে শুভ ফল দেবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে এবং বন্ধুদের সহায়তায় বড় কাজ সফল হবে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনা রয়েছে এবং ক্যারিয়ারে স্থিতি আসবে। উপায়: কুকুরকে খাবার দিন ও শিবলিঙ্গে তিল অর্পণ করুন।
advertisement
10/11
ধনু ও মীন রাশি: ধনু রাশির জাতকদের ভাগ্য ও সুযোগের ক্ষেত্রে কেতুর প্রভাব ভালো হবে। গুরুত্বপূর্ণ প্রজেক্ট ও সম্পত্তিতে লাভ হতে পারে। পারিবারিক সুখ বাড়বে। মীন রাশির জাতকদের জন্য কেতু দাম্পত্য ও পার্টনারশিপে সুফল দেবে। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে ও আত্মবিশ্বাস বাড়বে।
advertisement
11/11
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ketu Gochar 2025 Lucky Zodiac: মায়াবী কেতুর গোচর আনবে খুশির বন্যা! ১৮ মাস এই ৬ রাশির জন্য হবে অত্যন্ত চমৎকার...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল