Money Making Vastu Tips: যেদিকে দেখুন সেখান থেকেই এবার টাকা বেরোবে, বাস্তু মেনে কয়েকটা বদল মালামাল হওয়া আটকাবে কে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Money Making Vastu Tips: বাড়িতে টাকা রাখুন বাস্তু মতে! সঠিক উপায় মেনে চললেই হবে না অর্থের ঘাটতি
advertisement
1/9

বাস্তুতে বিভিন্ন দিকের সর্ম্পকে বিস্তারিত ভাবে বলা রয়েছে। বাস্তু উপায় ঠিকঠাক মেনে চললে দারুণ কাজে দেয়। যদি অর্থকে সঠিক দিকে না রাখা হয় তবে তা নেতিবাচক প্রভাব দেয়।
advertisement
2/9
বাস্তুমতে অর্থ এবং গহনা সম্পর্কিত বিশেষ দিকগুলি যথাযথ হিসাবে বর্ণনা করা হয়েছে। যদি উপার্জন করা অর্থকে সঠিক দিকে রাখা যায়। তবে অর্থের ঘাটতি দেখা দেবে না কোনোও সময়।
advertisement
3/9
যদি ভুল দিকে উপার্জন করা অর্থ রাখা হয়। তবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভবনা প্রবল ভাবে দেখা দেয়। এক্ষেত্রে উপার্জন করা অর্থ প্রতিনিয়িত কমতেই থাকে বেড়ে ওঠার বদলে।
advertisement
4/9
জ্যোতিষ ও বাস্তু বিশারদ অশোক শাস্ত্রী জানান, বাড়িতে থাকা নগদ টাকা কোনদিন রাখা উচিত। এটা জানা থাকলে যেমন দারুণ সুবিধা হয়। তেমনই না জানা থাকলে সমস্যা বেড়ে ওঠে অনেকটাই।
advertisement
5/9
বাস্তুমতে বাড়ির পূর্ব দিকে বাড়ির অর্থ রাখা অত্যন্ত সুরক্ষিত ও খুবই মঙ্গলজনক বলে প্রমাণিত। এভাবে রাখলে তা ক্রমশ বাড়তে থাকে। এবং অর্থে কখনোও ঘাটতি দেখা দেয় না দীর্ঘ সময় ধরে।
advertisement
6/9
উত্তর-পূর্ব কোনকে ঈশান কোন বলা হয়। এই দিকে অর্থ রাখা বেশ অনেকটাই ভাল বলে প্রমাণিত। বাড়ির দক্ষিণ-পূর্ব কোনকে অগ্নি কোণ বলা হয়। বাড়ির এইদিকে অর্থ রাখলে সম্পদ হ্রাস পায় অনেকটাই।
advertisement
7/9
বাস্তুমতে বাড়ির দক্ষিণ দিকে যদি অর্থ রাখা হয়। তবে, অর্থে কোনও ক্ষতি হবে না। কিন্তু, অর্থ বাড়েও না। বাড়ির পশ্চিম দিকে অর্থ রাখলেও একই প্রভাব লক্ষ্য করা যায় বাস্তু অনুযায়ী।
advertisement
8/9
উত্তর-পশ্চিম কোনকে বায়ু কোণ বলা হয়। যদি এখানে অর্থ রাখা হয় তবে অর্থে সর্বদা গণ্ডগোল হওয়ার আশঙ্কা থাকে। দক্ষিণ-পশ্চিম কোনকে বলা হয় থাকে নৈঋত্য কোন। এদিকেও অর্থহানি ঘটে।
advertisement
9/9
দেবতাদের কোষাধ্যক্ষ কুবের উত্তর দিকে রয়েছেন। এই দিকের অধিপতি গ্রহ বুধ। বাস্তু অনুযায়ী এটি ধন-বৈভব প্রদানকারী দিক। সম্পদ এবং গহনা ঘরের উত্তর দিকে রাখলে বেশ ভাল।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Money Making Vastu Tips: যেদিকে দেখুন সেখান থেকেই এবার টাকা বেরোবে, বাস্তু মেনে কয়েকটা বদল মালামাল হওয়া আটকাবে কে