TRENDING:

Kedar Yog 2023: প্রায় ৫০০ বছর পরে আসছে অতিদুর্লভ কেদারযোগ, ধনবর্ষণে পরিপূর্ণ হবে এই রাশিরা!

Last Updated:
Kedar Yog 2023: ভোপালের জ্যোতিষাচার্য বিনোদ সোনি পোদ্দার এই প্রসঙ্গে আমাদের অবগত করেছেন কেদারযোগের বিষয়ে। বৃহস্পতি এবং চন্দ্রের গোচরে তৈরি হয় এই যোগ। জ্যোতিষাচার্য উল্লেখ করতে ভোলেননি যে এই কেদারযোগ অতিদুর্লভ, প্রায় ৫০০ বছরের ব্যবধানে তা আবার সংঘটিত হতে চলেছে ১২টি রাশি ভাগ্যাকাশে।
advertisement
1/6
প্রায় ৫০০ বছর পরে আসছে অতিদুর্লভ কেদারযোগ, ধনবর্ষণে পরিপূর্ণ হবে এই রাশিরা!
জ্যোতিষ আর জ্যোতির্বিজ্ঞানের মধ্যে পার্থক্য সহজেই করা যায়। জ্যোতির্বিজ্ঞানের মতো শুধু গণনা নয়, পাশাপাশি আধ্যাত্মিকতাতেও ভর করে থাকে জ্যোতিষ। তবে দুইয়েরই কাজ গ্রহ-নক্ষত্র নিয়ে, তারা যে সচল এই নিয়ে জ্যোতিষ এবং জ্যোতির্বিজ্ঞানের মধ্যে কোনও মতভেদ নেই। সব সময়েই এই গ্রহ-নক্ষত্রেরা ভ্রাম্যমাণ, জ্যোতিষ মতে এক রাশি থেকে অন্য রাশিতে তাদের নিত্য গতায়াত, যা গোচর নামে সুপ্রসিদ্ধ। এই গোচর কালে মাঝে মাঝে একই রাশিতে যখন মিলিত হয় গ্রহেরা, তখন তৈরি হয় বিশেষ কোনও যোগ।
advertisement
2/6
ভোপালের জ্যোতিষাচার্য বিনোদ সোনি পোদ্দার এই প্রসঙ্গে আমাদের অবগত করেছেন কেদারযোগের বিষয়ে। বৃহস্পতি এবং চন্দ্রের গোচরে তৈরি হয় এই যোগ। জ্যোতিষাচার্য উল্লেখ করতে ভোলেননি যে এই কেদারযোগ অতিদুর্লভ, প্রায় ৫০০ বছরের ব্যবধানে তা আবার সংঘটিত হতে চলেছে ১২টি রাশি ভাগ্যাকাশে। সব যোগই যে শুভকর হবে, তার কোনও মানে নেই। এমনও হয়ে থাকে যে কোনও যোগ কারও পক্ষে শুভ হলেও অন্যের পক্ষে তা সাব্যস্ত হল অশুভ রূপে। কিন্তু এই কেদারযোগ সব রাশির পক্ষেই মঙ্গলদায়ক বলে সিদ্ধ হতে চলেছে।
advertisement
3/6
তবে হ্যাঁ, বিশেষ করে তিন রাশির আর্থিক ভাগ্য যে এই যোগে অতীব প্রসন্ন হতে চলেছে ২৩ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে, তা বিশেষ করে জানিয়েছেন জ্যোতিষাচার্য। ওই দিন খেকেই শুরু হচ্ছে কেদারযোগ, দেখে নেওয়া যাক কাদের লক্ষ্মীলাভ সুনিশ্চিত।
advertisement
4/6
মেষ- শ্রম আর নিষ্ঠার দ্বারা এঁরা সহজেই লক্ষ্যপূরণে সমর্থ হবেন। ফলে, সহজেই উপার্জনবৃদ্ধি হবে, সমাজে সম্মানও বাড়বে বহু গুণে। সৌভাগ্যের দ্বার এঁদের জন্য এবার মুক্ত হতে চলেছে।
advertisement
5/6
সিংহ- চাকরজীবীরা পদোন্নতির পাশাপাশি পছন্দের জায়গায় বদলির খবর পেতে পারেন, ফলে জীবনে আনন্দ দীর্ঘস্থায়ী হতে চলেছে। ব্যবসায়ীদের সিন্দুক ভরে উঠবে নিরন্তর মুনাফায়।
advertisement
6/6
ধনু- আর্থিক ভাগ্য প্রসন্ন হবে, পরিবারে শান্তি বিরাজ করবে, স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায়ীদের এই সময়ে অঢেল লাভের সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kedar Yog 2023: প্রায় ৫০০ বছর পরে আসছে অতিদুর্লভ কেদারযোগ, ধনবর্ষণে পরিপূর্ণ হবে এই রাশিরা!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল