Kaushiki Amavsya 2025: কৌশিকী অমাবস্যায় মা তারার বিশাল শক্তি! সারাদিনে কী কী ভোগ নিবেদন করা হয় মাকে, রইল সম্পূর্ণ তালিকা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Kaushiki Amavsya 2025: কৌশিকী অমাবস্যা থেকেই দুরন্ত মুহূর্ত, শক্তিশালী তিথিতে শক্তিরূপিনী দেবীর ভোগে থাকে কী কী?
advertisement
1/8

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় সাধনা করে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন ৷ প্রতি বছর তারাপীঠ মন্দির চত্বর হয়ে ওঠে এক সাধনপীঠ ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
বিশেষত কঙ্কালিতলা, মুণ্ডমালিনীতলা কৌশিকী অমাবস্যায় অত্যন্ত বিশেষ ভাবে জাগ্রত হয়ে ওঠে ৷ ফাইল ছবি ৷
advertisement
3/8
বিশেষত ২২ অগাস্ট সকাল ১১.৫৫-তে অমাবস্যা তিথি পড়বে, আর ২৩ অগাস্ট ১১.২২ পর্যন্ত চলবে এই তিথি ৷ ফাইল ছবি ৷
advertisement
4/8
তারাপীঠে অন্যান্য আচার আচরণ থাকলেও তারাপীঠে কৌশিকী অমাবস্যায় কী কী ভোগ থাকে এবার একনজরে দেখে নেওয়া যাক ৷ ফাইল ছবি ৷
advertisement
5/8
তারাপীঠে মধ্যাহ্নে তারা মায়ের জন্য পোলাও, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা (মোট পাঁচ রকমের ভাজা), শোল মাছ পোড়া মা তারার অন্য ভোগে নিবেদন করা হয়ে থাকে সঙ্গে আরও নানান সামগ্রী থাকবে, সন্ধেবেলায় নানান উপাচারের সঙ্গে থাকবে সুজি, লুচি-সহ নানান উপকরণ থাকবে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/8
রাত্রি বারোটায় মাকে ফুল দিয়ে সাজানো হয় সাধারণত, খিচুড়ি ও সারাদিন ধরে যে বলি হয়েছে সেই বলির পাঁঠার মাংস ইত্যাদি দেওয়া হয়ে থাকে অন্যান্য বছর গুলিতে ৷ ফাইল ছবি ৷
advertisement
7/8
কৌশিকী অমাবস্যার দুপুরে মা তারাকে নিবেদন করা হয় বিশেষ অন্নভোগ, সেই রান্না অনেক আগে থেকেই করা হয়ে থাকে ৷ ফাইল ছবি ৷
advertisement
8/8
দেশের বিভিন্ন প্রান্ত থেকে যত পুণ্যার্থী আছেন তাঁরা দলে দলে তারাপীঠে যোগদান করেন ৷ এরফলে মিলন ক্ষেত্র হয়ে ওঠে তারাপীঠ ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavsya 2025: কৌশিকী অমাবস্যায় মা তারার বিশাল শক্তি! সারাদিনে কী কী ভোগ নিবেদন করা হয় মাকে, রইল সম্পূর্ণ তালিকা