TRENDING:

Kaushiki Amavasya & Suryagrahan Astro Tips: কৌশিকী অমাবস্যায় সূর্যগ্রহণের মাহেন্দ্রক্ষণ! ১ চামচ দুধ ও নারকেলের ছোট্ট কাজে উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য!

Last Updated:
Kaushiki Amavasya & Suryagrahan Astro Tips: এ বছর কৌশিকী অমাবস্যায় হবে সূর্যগ্রহণ৷ ফলে এই দিনের মাহাত্ম্য এবং জ্যোতিষ আচারবিধি বেড়ে গিয়েছে বহু গুণে৷
advertisement
1/6
কৌশিকী অমাবস্যায় সূর্যগ্রহণের মাহেন্দ্রক্ষণ! ১ চামচ দুধ ও নারকেল দিয়ে ছোট্ট কাজে পুণ্যলাভ
চলতি ভাদ্র মাসে আগামী ২২ অগাস্ট, শুক্রবার পালিত হবে কৌশিকী অমাবস্যা৷ এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যময়৷ দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২২ অগাস্ট, শুক্রবার, সকাল ১১.৫৫ মিনিটে৷ এই তিথি থাকবে ২৩ অগাস্ট, শনিবার, সকাল ১১.৩৫ মিনিট পর্যন্ত৷ উদয় তিথি অনুযায়ী কৌশিকী অমাবস্যা এবং অমানিশার নিশিপালন হবে ২২ অগাস্ট, শুক্রবার৷
advertisement
2/6
কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে। প্রচলিত বিশ্বাস, সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়। উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য। পাশাপাশি এ বছর কৌশিকী অমাবস্যায় হবে সূর্যগ্রহণ৷ ফলে এই দিনের মাহাত্ম্য এবং জ্যোতিষ আচারবিধি বেড়ে গিয়েছে বহু গুণে৷ বলছেন জ্যোতিষী চক্রপাণি ভাট।
advertisement
3/6
কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে এক চামচ দুধ নিয়ে ঢেলে দিন কোনও এক কুয়োতে। কুয়ো খুঁজে না পেলে মাটিতে গর্ত তৈরি করেও দুধ ঢেলে দিতে পারেন।
advertisement
4/6
কৌশিকী অমাবস্যায় ঘরবাড়ি এবং বাড়ির বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই তিথিতে এঁটো বাসন ফেলে রাখবেন না।
advertisement
5/6
একটি নারকেল কিনে ৫ টুকরো করুন। তার পর এক টুকরো নারকেল বাড়ির সদর দরজায় সারা রাত রেখে দিন। পরে ৫ টুকরো নারকেল জলে বিসর্জন দিন।
advertisement
6/6
এদিন মাছকে ছোট ছোট আটার গুলি তৈরি করে খাওয়ান। তাহলে রাহু ও কেতুর প্রভাবমুক্ত হবেন। বাড়ির সদর দরজায় কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় জ্বালিয়ে রাখুন দু’টি তিলতেলের প্রদীপ। তাহলে অশুভ শক্তির কুপ্রভাব দূর হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya & Suryagrahan Astro Tips: কৌশিকী অমাবস্যায় সূর্যগ্রহণের মাহেন্দ্রক্ষণ! ১ চামচ দুধ ও নারকেলের ছোট্ট কাজে উপচে পড়বে অর্থসুখ ও সৌভাগ্য!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল