Kaushiki Amavasya Kali Puja: শুক্রবার কৌশিকী অমাবস্যা! আশীর্বাদ পেতে দেবী কালীকে দিন এই ফুলের মালা! জানুন বাড়িতে নিষ্ঠা ভরে পুজো করার নিয়ম
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kaushiki Amavasya Kali Puja: এই দিন যাঁরা তারাপীঠ যেতে পারবেন না, তাঁরা বাড়িতেই দেবীর পুজো করতে পারেন। কীভাবে বাড়িতে দেবীর পুজো করতে হবে, সেই বিষয়েও বিস্তারিত জেনে নিন।
advertisement
1/6

কৌশিকী অমাবস্যা তিথি পালিত হবে শুক্রবার৷ ভক্তদের কাছে এই তিথি খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ৷ কালী মন্দিরের পাশাপাশি বাড়িতেও করা যায় এই পুজো৷ অনেকেই বাড়িতে নিষ্ঠা ভরে দেবী কালীর পুজো করেন ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায়৷
advertisement
2/6
এই দিন যাঁরা তারাপীঠ যেতে পারবেন না, তাঁরা বাড়িতেই দেবীর পুজো করতে পারেন। জানিয়েছেন বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল। কীভাবে বাড়িতে দেবীর পুজো করতে হবে, সেই বিষয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি। শুক্রবার সকাল ১১.৫৫ থেকে দিনভর আছে কৌশিকী অমাবস্যা তিথি৷
advertisement
3/6
বাড়িতে কৌশিকী অমাবস্যায় পুজো করতে চাইলে, প্রথমে বাড়িতে দেবীর যে ছবি বা মূর্তি থাকবে, সেটিকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার রাখতে হবে ঘরবাড়ি। স্নান করে শুদ্ধ বসনে দেবী পুজো শুরু করতে হবে।
advertisement
4/6
এই দিন অবশ্যই দেবীকে একটি লাল জবাফুলের মালা অর্পণ করুন। চাইলে অন্যান্য ফুলমালাও দিতে পারেন। দেবীর ভোগে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল দিন। তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে দেবীর পুজো করুন।
advertisement
5/6
পুজো শেষে দেবীর কাছে নিজের মনস্কামনা জানান। এদিন দেবীকে কুশাসনে বসিয়ে পুজো করার পরামর্শ দেওয়া হয়। সামর্থ্য থাকলে এদিন বাড়িতে যজ্ঞ করাতে পারেন।
advertisement
6/6
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-ফেসবুক)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya Kali Puja: শুক্রবার কৌশিকী অমাবস্যা! আশীর্বাদ পেতে দেবী কালীকে দিন এই ফুলের মালা! জানুন বাড়িতে নিষ্ঠা ভরে পুজো করার নিয়ম