Kaushiki Amavasya Astro Tips: রাত পোহালেই কৌশিকী অমাবস্যা! মা কালীর চরণে এই ৩ জিনিস নিবেদনেই পুণ্যলাভ! কুনজর কেটে হবে অর্থবৃষ্টি!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kaushiki Amavasya Astro Tips: কৌশিকী অমাবস্যায় আচারবিধি এবং জ্যোতিষ টোটকাগুলি অনুসরণ করলে জীবন থেকে বিঘ্ন দূর হয়। কেটে যায় কুনজর। আসে অর্থবৃষ্টি।
advertisement
1/7

কৌশিকী অমাবস্যা পালিত হবে শুক্রবার৷ তন্ত্রসাধক এবং শাক্তদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে বিশেষ কিছু পালনীয় নিয়ম আছে।
advertisement
2/7
আচারবিধি এবং জ্যোতিষ টোটকাগুলি অনুসরণ করলে জীবন থেকে বিঘ্ন দূর হয়। কেটে যায় কুনজর। আসে অর্থবৃষ্টি। বলছেন জ্যোতিষী কৃষ্ণকুমার ভার্গব।
advertisement
3/7
এই মহাতিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করুন। দিনভর নিরামিষ আহার গ্রহণ করুন। আমিষ আহার এদিন বর্জন করুন।
advertisement
4/7
এই তিথিতে বাড়িতে বা মন্দিরে মা কালীকে নিবেদন করুন লালজবার মালা। লালপদ্ম এবং রক্তকরবীও নিবেদন করতে পারেন।
advertisement
5/7
মা কালীর চরণে নিবেদন করুন লবঙ্গ, কর্পূর এবং তেজপাতা। লবঙ্গ যেন ভেঙে না যায়, দ্বিখণ্ডিত না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
advertisement
6/7
সন্ধ্যায় বাড়িঘর আলোকিত করুন। সদর দরজা এবং তুলসিতলায় তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন।
advertisement
7/7
কর্পূর, তেজপাতা এবং লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে নিন ধুনুচিতে। তার পর তার ধোঁয়া ছড়িয়ে দিন ঘরের সর্বত্র। এতে কুনজর কেটে যাবে। পরিবারের মঙ্গল হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya Astro Tips: রাত পোহালেই কৌশিকী অমাবস্যা! মা কালীর চরণে এই ৩ জিনিস নিবেদনেই পুণ্যলাভ! কুনজর কেটে হবে অর্থবৃষ্টি!