Kaushiki Amavasya 2023-Tarapith: তারাপীঠ শ্মশানকে কেন মহাশ্মশান বলা হয়? কৌশিকী অমাবস্যার রাতে কী ঘটে এখানে? জানুন
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Kaushiki Amavasya 2023-Tarapith: গা ছমছম! কী হয়, কী হয়! কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মহাশ্মশান জেগে ওঠে! কী ঘটে এই রাতে? জানুন
advertisement
1/6

আগামিকাল বৃহস্পতিবার ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই অমাবস্যা তিথিতে। তন্ত্র এবং সাধনার জায়গা এই তারাপীঠ। কৌশিকী অমাবস্যায় বহু তন্ত্রসাধক এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করে থাকেন। (লেখা ও ছবি: সৌভিক রায়)
advertisement
2/6
ইতিমধ্যেই রাশিয়া, থাইল্যান্ড, দিল্লি, মুম্বই থেকে সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন। মনে করা হয় মহাশ্মশানে দেবী তারার আবাস! তারাপীঠের মহাশ্মশানে জ্যোতি রূপে বাস করেন দেবী। (লেখা ও ছবি: সৌভিক রায়)
advertisement
3/6
এছাড়াও শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জল! এই নদী উত্তরবাহিনী! একমাত্র দেখা যায় কাশীতে গঙ্গা উত্তরবাহিনী আর তারপরে বীরভূমের দ্বারকা। অনেকেরই মতে অমাবস্যার এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করলে অসাধ্য সাধন লাভ হয়, পূরণ হয় সকলের মনস্কামনা। (লেখা ও ছবি: সৌভিক রায়)
advertisement
4/6
অশুভ শক্তিকে তন্ত্র সাধনার দ্বারা দমন করা যায় আমাবস্যার এই পবিত্র লগ্নে । তবে কেন এই অমাবস্যা তিথিতে তারাপীঠে মহাযজ্ঞ করা হয়ে থাকে? কেন তারাপীঠকে মহাশ্মশান বলা হয়?(লেখা ও ছবি: সৌভিক রায়)
advertisement
5/6
এই বিষয়ে এক তন্ত্র সাধক সমীর নাথ অঘোরী জানান, মহাশ্মশানস্থিত বামাক্ষ্যাপার পঞ্চমুণ্ডের আসন। এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এখানে পাঁচটি মুণ্ড সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। (লেখা ও ছবি: সৌভিক রায়)
advertisement
6/6
সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাক্ষ্যাপাও এই আসনে বসে তন্ত্রসাধনায় সিদ্ধি লাভ করেন মহাশ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের তলায়। অর্থাৎ, এই আসন আজও জাগ্রত। সেই কারণেই এই শ্মশানকে মহাশ্মশান বলা হয়ে থাকে।(লেখা ও ছবি: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya 2023-Tarapith: তারাপীঠ শ্মশানকে কেন মহাশ্মশান বলা হয়? কৌশিকী অমাবস্যার রাতে কী ঘটে এখানে? জানুন