TRENDING:

Karwa Chauth 2024: স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস করবেন? করবা চৌথের 'আসল' দিনক্ষণটা জানুন... পুজোর শুভ মুহূর্ত কখন?

Last Updated:
Karwa Chauth 2024 Date & Time: স্বামীর দীর্ঘায়ু কামনা করেই করবা চৌথে নির্জলা উপবাস রাখেন বিবাহিত মহিলারা। তারপর ১৬ শৃঙ্গারে সেজে চন্দ্রদেবের বিশেষ পুজো করেন।
advertisement
1/6
স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস করবেন? করবা চৌথের 'আসল' দিনক্ষণটা জানুন... পুজোর শ
স্বামীর দীর্ঘায়ু কামনায় করবা চৌথের উপবাস করেন বিবাহিত মহিলারা। সারাদিন জল পর্যন্ত গ্রহণ করেন না। দিনের শেষে ১৬ শৃঙ্গারে সেজে চন্দ্র দেবতার পূজার পর স্বামীর মুখ দর্শন করে উপবাস ভঙ্গ করেন।
advertisement
2/6
করবা চৌথ ব্রতে চন্দ্রোদয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রি শেষ হওয়ার পর থেকেই পাঁজি দেখা শুরু হয়। মেলানো হয় দিনক্ষণ, শুভ মুহূর্ত। এর সঙ্গে দেখা হয় কখন চাঁদ উঠবে তাও। সেই মতো শুরু হয় নির্জলা উপবাস।
advertisement
3/6
অনেকে আবার করবা চৌথের উপবাসকে করক চতুর্থী হিসাবেও পালন করেন। পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা লোকাল 18কে বলেন, এ বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন অর্থাৎ ২০ অক্টোবর রবিবার করবা চৌথ পালিত হবে। মিথিলা পঞ্চাঙ্গ অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে বিবাহিত মহিলারা এই উপবাস করেন।
advertisement
4/6
পূর্ণিয়ার পন্ডিত মনোৎপল ঝা-এর কথায়, “স্বামীর দীর্ঘায়ু কামনা করেই করবা চৌথে নির্জলা উপবাস রাখেন বিবাহিত মহিলারা। তারপর ১৬ শৃঙ্গারে সেজে চন্দ্রদেবের বিশেষ পুজো করেন। সঙ্গে ভগবান ভোলেনাথ, মাতা গৌরী এবং কার্তিক ও গণেশের পূজা করে নিজের মনস্কামনা জানান। শেষে চালুনি দিয়ে স্বামীর মুখ দেখে জল পান করে উপবাস ভঙ্গ করেন।“
advertisement
5/6
মনোৎপল ঝা আরও বলেন, করবা চৌথের উপবাসে চন্দ্রোদয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন চন্দ্রদেবকে বিশেষভাবে পূজা করা হয়। এর সঙ্গে ভগবান ভোলেনাথ, মা গৌরী এবং গণেশ, কার্তিকের পুজো হয়। বিবাহিত মহিলারা চন্দ্রোদয়ের মুহূর্তে চন্দ্রদেবের পুজো করে উপবাস ভঙ্গ করেন।
advertisement
6/6
রবিবার অর্থাৎ ২০ অক্টোবর সকাল ৬.৪৬ মিনিট থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী শুরু হচ্ছে। চলবে ২১ অক্টোবর অর্থাৎ সোমবার ভোর ৪.১৬ মিনিট পর্যন্ত। মিথিলা পঞ্চাঙ্গ অনুযায়ী, সন্ধ্যা ৭.৫৪ মিনিটে চন্দ্রোদয় হবে পূর্ণিয়ায়। বিবাহিত মহিলারা ৭.৫৪ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চন্দ্রদেবের পুজো করতে পারবেন। এটাই পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত। তবে সারা দেশে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত চাঁদ দেখা যাবে বলে জানানো হয়েছে। সেই অনুযায়ী চন্দ্রদেবের পুজো করতে হবে বিবাহিত মহিলাদের।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Karwa Chauth 2024: স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস করবেন? করবা চৌথের 'আসল' দিনক্ষণটা জানুন... পুজোর শুভ মুহূর্ত কখন?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল