TRENDING:

Karwa Chauth 2025: শুক্রবার করওয়া চতুর্থী! নির্জলা উপোস, সঙ্গে আর কী কী নিয়ম পালনে স্বামীর দীর্ঘয়ু ও উন্নতি হবে, জানুন

Last Updated:
করওয়া চৌথ মানেই বিবাহিত মহিলাদের উপবাস, নিষ্ঠা এবং স্বামীর দীর্ঘায়ু কামনায় মেতে ওঠা।
advertisement
1/7
শুক্রবার করওয়া চৌথ!নির্জলা উপোস,সঙ্গে আর কী কী নিয়ম পালনে স্বামীর দীর্ঘয়ু ও উন্নতি হবে?
বর্তমানে চলছে উৎসবের মরশুম। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের পর এবার করওয়া চৌথ। আজকাল অবাঙালি এই রীতি বাঙালিদের মধ্যেও পালনের হিড়িক বেড়েছে।
advertisement
2/7
করওয়া চৌথ অনেক জায়গায় করক চতুর্থী নামেও পরিচিত। মূলত উত্তর ও পশ্চিম ভারতে করওয়া চৌথ পালনের বিধি আছে। বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে সারাদিন নির্জলা উপবাস রাখেন। সূর্যোদয় থেকে উপবাস শুরু হয়। সন্ধেয় চন্দ্রদেবের উপাসনা করা হয়। এরপর চালনির মধ্যে দিয়ে চাঁদ দেখে স্বামীর মুখ দর্শন করতে হয়।
advertisement
3/7
স্বামীর হাত থেকেই খাবার ও জল খেয়ে উপবাস ভঙ্গ করেন স্ত্রীরা। উপবাসের দিন সূর্য ওঠার আগে শাশুড়ির রান্না করা খাবার খেয়ে উপবাস শুরু করতে হয়। উপবাস শুরুর আগে এই শেষ খাবারকে বলে সারগি।
advertisement
4/7
করওয়া চৌথে লাল শাড়ি বা লেহেঙ্গা পরে, হাতে মেহেন্দি লাগিয়ে, গয়নাগাটি পরে সাজেন মহিলারা। পারিবারিক প্রীতি ও ঐতিহ্যকে এক সূত্রে বেঁধে রাখার মাধ্যম হিসেবেই এই প্রথাটি পালন করা হয়।
advertisement
5/7
পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি ৯ অক্টোবর, বৃহস্পতিবার রাত ১০টা ৫৪ মিনিটে শুরু হয়ে ১০ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিট পর্যন্ত থাকবে।
advertisement
6/7
অর্থাৎ , উদয়া তিথি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর, শুক্রবার করবা চৌথে ব্রত পালন করা হবে। এই দিনে পুজোর শুভ মুহূর্ত শুরু হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা ১১ মিনিট পর্যন্ত। চাঁদ ওঠার সময় নির্ধারণ করা হয়েছে রাত ৮টা ১৩ মিনিট, যার পরেই মহিলারা অর্ঘ্য নিবেদন করে উপোস ভঙ্গ করবেন।
advertisement
7/7
করওয়া চৌথ মানেই বিবাহিত মহিলাদের উপবাস, নিষ্ঠা এবং স্বামীর দীর্ঘায়ু কামনায় মেতে ওঠা। করওয়া চৌথ হল আশ্বিন মাসে পূর্ণিমার পরে চতুর্থ দিনে উত্তর ও পশ্চিম ভারতের হিন্দু মহিলাদের দ্বারা পালিত একটি উৎসব।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Karwa Chauth 2025: শুক্রবার করওয়া চতুর্থী! নির্জলা উপোস, সঙ্গে আর কী কী নিয়ম পালনে স্বামীর দীর্ঘয়ু ও উন্নতি হবে, জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল