Kartik Puja Rituals: কার্তিক সংক্রান্তির আগের দিন নবদম্পতির বাড়িতে কেন ফেলা হয় কার্তিকঠাকুরের মূর্তি? প্রাচীন রীতির কারণ জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Kartik Puja Rituals: প্রাচীন ভারতে অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন দেবতা হিসেবে পূজিত হন তিনি। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, দক্ষিণভারতে কার্তিকের পুজো ধুমধাম করে পালন করা হয়। বেলডাঙা থেকে কাটোয়া অনেক জায়গায় কার্তিক লড়াই দেখার জন্য ভিড় করেন উত্সুকরা। তবে কার্তিকেয়র পুজোয় সবচেয়ে বেশি জনপ্রিয় দক্ষিণ ভারতে।
advertisement
1/7

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, কার্তিকমাসের শেষ দিনে মানে কার্তিক সংক্রান্তির দিনে পশ্চিবঙ্গের বিভিন্ন জায়গায় ধুমধাম করে কার্তিক পুজো করা হয়। পুরাণ মতে, কার্তিক হল দেবসেনাপতি।
advertisement
2/7
যুদ্ধের দেবতাও বলা হয়। মহাদেব শিব ও দেবী পার্বতীর সন্তান হলেন কার্তিক। প্রাচীন ভারতে অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন দেবতা হিসেবে পূজিত হন তিনি। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, দক্ষিণভারতে কার্তিকের পুজো ধুমধাম করে পালন করা হয়। বেলডাঙা থেকে কাটোয়া অনেক জায়গায় কার্তিক লড়াই দেখার জন্য ভিড় করেন উত্‍সুকরা। তবে কার্তিকেয়র পুজোয় সবচেয়ে বেশি জনপ্রিয় দক্ষিণ ভারতে।
advertisement
3/7
বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চন্ডী চরণ হালদার জানিয়েছেন, এই বছর কার্তিক পুজো পড়েছে ১৭ই নভেম্বর। এইদিনই বাড়িতে বাড়িতে পূজিত হন কার্তিক ঠাকুর। কার্তিক পুজোর দিন এই পুজো হয়। যার কারণে আগের দিন রাতে কার্তিক ঠাকুর ফেলা হয়।
advertisement
4/7
বাড়িতে কার্তিক ফেলার রীতিঃ তবে কার্তিক পুজোর সবচেয়ে মজাদার একটি বিষয় হল এই কার্তিক ঠাকুর ফেলা। পরিচিত বা বন্ধুবান্ধবেরা নিছকই মজার ছলে নবদম্পতির বাড়ির দরজায় এই কার্তিক ঠাকুর ফেলে চলে যান। এরপর সেই কার্তিক ঠাকুরকে ঘরে এনে পুজো করাই নিয়ম। কিন্তু এরকম করার পিছনে কারণ কী?
advertisement
5/7
আসলে এটি গ্রাম বাংলার একটি লোকাচার। মনে করা হয়, নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতন সন্তান জন্ম নেবে। তাই নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে।
advertisement
6/7
সন্তানলাভের পাশাপাশি কার্তিকের আরাধনায় সংসারে সমৃদ্ধি আসে এবং শ্রীবৃদ্ধি হয়। যশ লাভ হয়।
advertisement
7/7
সন্তানলাভ এবং সন্তানের সর্বাঙ্গীন কুশল কামনায় কার্তিক সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হন দেবসেনাপতি কার্তিক
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kartik Puja Rituals: কার্তিক সংক্রান্তির আগের দিন নবদম্পতির বাড়িতে কেন ফেলা হয় কার্তিকঠাকুরের মূর্তি? প্রাচীন রীতির কারণ জানুন