TRENDING:

Kartik Puja 2023 Timing: কার্তিক পুজোর 'শুভ' মুহূর্ত কখন আজ...? দেখে নিন পঞ্জিকা মেনে তিথি, সময়কাল ও সম্পূর্ণ নির্ঘণ্ট!

Last Updated:
Kartik Puja 2023 Timing: বাংলাজুড়ে আজ পালিত হচ্ছে এই বছরের কার্তিক পুজো... কার্তিক পুজোর তিথি কখন লাগছে? কতক্ষণ থাকবে? পুজোর 'শুভ সময়' ঠিক কতক্ষণ? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট
advertisement
1/9
কার্তিক পুজোর 'শুভ' মুহূর্ত কখন আজ...? দেখে নিন পঞ্জিকা মেনে সম্পূর্ণ নির্ঘণ্ট!
আজই বাংলাজুড়ে পালিত হচ্ছে এই বছরের কার্তিক পুজো। আজ একই সঙ্গে পড়ছে রাস পূর্ণিমা তিথিও। দেখে নিন পুজোর তিথি, সময়কাল ও পঞ্জিকা মতে দিনের বিস্তারিত বিবরণ।
advertisement
2/9
কালীপুজো ভাইফোঁটার পর এবার বাঙালির উৎসবের ক্যালেন্ডারে জ্বলজ্বল করছে কার্তিক পুজো ও জগদ্ধাত্রী পুজো।আবার একই সময়কালে পড়ছে রাস পূর্ণিমাও। সব মিলিয়ে বাংলায় ফের উৎসবের আমেজ। দেখে নেওয়া যাক, কার্তিক পুজোর সময়কাল কখন।
advertisement
3/9
প্রতিবছর কার্তিক মাসের শেষ দিনে মানে কার্তিক সংক্রান্তির দিনে ধুমধাম করে পালন করা হয় কার্তিকপুজো। বাংলা পঞ্জিকা মতে এ বছর কার্তিক পুজো পালিত হচ্ছে আজই।
advertisement
4/9
পড়ন্ত শরতের হেমন্তবেলায় যে পার্বণগুলি বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয়, সেগুলির মধ্যে অন্যতম কার্তিকপুজো৷
advertisement
5/9
কার্তিক পূজার সময়কাল :১৭ নভেম্বর ২০২৩ (শুক্রবার)নবমী মুহুর্ত শুরু 17 নভেম্বর 2023 সকাল ৪:৩৩ টা। নবমীর মুহুর্ত শেষ ১৮ নভেম্বর ২০২৩ সকাল ৬:০০ টায়।
advertisement
6/9
দেশের কোথায় কোথায় কার্তিক পুজো অনুষ্ঠিত হবে?পশ্চিমবঙ্গের পুজো করার পাশাপাশি ওড়িশা, দক্ষিণ ভারতেও কার্তিক পূজার বিশেষ চল রয়েছে। এই বাংলায় কার্তিক নামে পরিচিত হলেও দক্ষিণ ভারতে তিনি স্কন্ধ মুরুগান সুব্রহ্মণ্য প্রভৃতি নামে পরিচিত৷
advertisement
7/9
এছাড়া কার্তিকের অনেক নাম আছে অম্বিকেয়, কৃত্তিকাসুত, কুমার, দেব সেনাপতি, গৌরী সুত, শক্তিপানী ইত্যাদি। পশ্চিমবঙ্গের হুগলির বাঁশবেড়িয়া, কাটোয়া প্রভৃতি জায়গা কার্তিক পুজোর জন্য খুবই বিখ্যাত।
advertisement
8/9
কার্তিক পুজোর প্রচলিত কাহিনীঃলোকমতে যাদের সন্তান হচ্ছে না যারা নিঃসন্তান তাঁরা যদি কার্তিকের পূজা করেন তাহলে সন্তান লাভ হয়। বিশ্বাস করা হয়, দেবী দুর্গা ও মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক।
advertisement
9/9
পৌরাণিক দেবতা কার্তিকের আরাধনা করলে পুত্র সন্তান লাভ করা যায় বলেও বিশ্বাস। কার্তিকের আরাধনায় যে শুধুমাত্র পুত্র সন্তান লাভ হয়, তা কিন্তু নয় কথায় আছে, কার্তিক পুজো করলে সংসারের শ্রীবৃদ্ধি হয় এবং আর্থিক দিকেও লাভ হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kartik Puja 2023 Timing: কার্তিক পুজোর 'শুভ' মুহূর্ত কখন আজ...? দেখে নিন পঞ্জিকা মেনে তিথি, সময়কাল ও সম্পূর্ণ নির্ঘণ্ট!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল