Karthik Sankranti Vastu Tips: আটার সঙ্গে আর ১টা খাবার একটু হলেও মুখে দিন আজ কার্তিক সংক্রান্তির রাতে! আসবে অর্থ-সুখ-সমৃদ্ধির জোয়ার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Karthik Sankranti Vastu Tips: বিষ্ণুভক্তদের কাছে কার্তিক মাস তথা এই মাসের সংক্রান্তি অত্যন্ত শুভ। সারা মাসে না পারলেও এই দিনে আকাশপ্রদীপ নিবেদনের চেষ্টা করুন। লাভ করবেন পুণ্যফল। সেইসঙ্গে গ্রহণ করুন বিশেষ খাবার।
advertisement
1/5

অন্যান্য সকল সংক্রান্তির মতো কার্তিক সংক্রান্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের মাহাত্ম্য এনে দেয় পুণ্যফল। যে কোনও মাসের সংক্রান্তি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণের উদ্দেশে। কার্তিক মাস ভগবান বিষ্ণুকে নিবেদিত। তাই এর অন্য নাম দামোদর মাস।
advertisement
2/5
বিষ্ণুভক্তদের কাছে কার্তিক মাস তথা এই মাসের সংক্রান্তি অত্যন্ত শুভ। সারা মাসে না পারলেও এই দিনে আকাশপ্রদীপ নিবেদনের চেষ্টা করুন। লাভ করবেন পুণ্যফল। সেইসঙ্গে গ্রহণ করুন বিশেষ খাবার। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
3/5
কার্তিক মাসে গমের তৈরি যে কোনও খাবার গ্রহণ খুবই শুভ। তাই কার্তিক সংক্রান্তিতে শ্রীকৃষ্ণ ও রাধারানিকে নিবেদন করুন ঘিয়ের তৈরি আটার হালুয়া। এটা এই তিথির অন্যতম প্রধান প্রসাদ।
advertisement
4/5
আটার হালুয়ার পাশাপাশি আরও একটি জিনিস এই তিথিতে গ্রহণ করতে হয়। সেটি হল আখের গুড়। এই দুই উপকরণ এই তিথিতে গ্রহণ অত্যন্ত পবিত্র। প্রথমে রাধাকৃষ্ণকে আটার হালুয়া ও আখের গুড় প্রসাদ নিবেদন করুন। নিষ্ঠা ভরে পুজোর পর প্রসাদ গ্রহণ করুন।
advertisement
5/5
আটা ও আখের গুড় এই সময় শীতের আগে শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে বলে মনে করা হয়। কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় তিলতেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির ঠাকুরঘরে, তুলসিম‍ঞ্চ এবং মূল প্রবেশদ্বারে। মনে করা হয় এর ফলে সংসারে সুখ শান্তি অর্থবর্ষা ও সমৃদ্ধির জোয়ার আসে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Karthik Sankranti Vastu Tips: আটার সঙ্গে আর ১টা খাবার একটু হলেও মুখে দিন আজ কার্তিক সংক্রান্তির রাতে! আসবে অর্থ-সুখ-সমৃদ্ধির জোয়ার