Karthik Sankranti Vastu Eating Tips: বেগুন, শিম-সহ কিছু শাকসবজি আজ কার্তিক সংক্রান্তিতে খেলে ছারখার হবে জীবন ও সংসার, লন্ডভন্ড হবে পরিবার...জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Karthik Sankranti Vastu Eating Tips:কার্তিক সংক্রান্তিতে কী কী খাবেন এবং কী কী খাবেন না, এই নিয়ে নির্দেশ আছে আয়ুর্বেদে ও জ্যোতিষশাস্ত্রে৷ মনে করা হয় ঋতু পরিবর্তন অনুযায়ী এই হেমন্ত ঋতুতে এই খাবারগুলি গ্রহণ করলে অসুস্থতা দেখা দেয়৷
advertisement
1/7

সোমবার কার্তিক সংক্রান্তিতে পালিত হচ্ছে কার্তিক পুজো৷ এই দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ৷ পুণ্যদায়ী কার্তিক মাসের সমাপন ঘটে এই বিশেষ দিনে৷
advertisement
2/7
কার্তিক সংক্রান্তিতে কী কী খাবেন এবং কী কী খাবেন না, এই নিয়ে নির্দেশ আছে আয়ুর্বেদে ও জ্যোতিষশাস্ত্রে৷ মনে করা হয় ঋতু পরিবর্তন অনুযায়ী এই হেমন্ত ঋতুতে এই খাবারগুলি গ্রহণ করলে অসুস্থতা দেখা দেয়৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/7
কার্তিক সংক্রান্তিতে ভুলেও খাবেন না চিচিঙ্গে৷ মনে করা হয় এই সময় চিচিঙ্গের মতো সবজি গ্রহণ করলে শরীরে পিত্তদোষ দেখা দেয়৷ এছাড়াও এই তিথিতে বেগুন খাওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ৷ এই দুটিকে তামসিক খাবার হিসেবে গণ্য করা হয় এই দিনে৷
advertisement
4/7
শিম এবং সর্ষে শাক এ সময় বাজারে প্রচুর পাওয়া যায়৷ কিন্তু এখনই এই দুই খাবার গ্রহণ করবেন না৷ কার্তিক মাস সমাপনে, আরও ঠান্ডা পড়লে খেতে পারেন শিম ও সর্ষে শাক৷
advertisement
5/7
নিমপাতা-সহ কোনও তিতো খাবার গ্রহণ করবেন না এই পুণ্যতিথিতে৷ তাহলে শরীরে ও সংসারে অমঙ্গল হয়৷
advertisement
6/7
মুসুর ডাল, পেঁয়াজস রসুন-সহ কোনও আমিষ খাবার খাবেন না কার্তিক সংক্রান্তিতে৷ মাছ, মাংস, ডিম বর্জন করে গ্রহণ করুন নিরামিষ সাত্ত্বিক আহার৷
advertisement
7/7
কার্তিক সংক্রান্তিতে ভুলেও খাবেন না টক দই৷ কোনও রকমের পোড়া খাবারও এই তিথিতে বর্জনীয়৷ মনে করা হয় শুভ তিথিতে পোড়া জাতীয় খাবার খেলে অকল্যাণ হবে সংসার ও পরিবারের৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Karthik Sankranti Vastu Eating Tips: বেগুন, শিম-সহ কিছু শাকসবজি আজ কার্তিক সংক্রান্তিতে খেলে ছারখার হবে জীবন ও সংসার, লন্ডভন্ড হবে পরিবার...জানুন