Karthik Sankranti Astro Tips: আজ কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় ঠাকুরঘর ও বাড়ির দরজায় ছোট্ট কাজেই কাটবে কুনজর ও অভাব! অশুভ শক্তি দূর হয়ে আসবে অর্থবৃষ্টি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Karthik Sankranti Astro Tips: এই রীতি পালন করলে লাভ করা যায় পূর্বপুরুষদের আশীর্বাদ৷ সংসার থেকে দূর হয় অশুভ শক্তির কুনজর৷ অভাব অনটন কেটে গিয়ে আসে অর্থবৃষ্টি৷
advertisement
1/6

সোমবার পালিত হচ্ছে কার্তিক সংক্রান্তি৷ অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন৷ এর পর থেকেই শুরু হবে অঘ্রহায়ণ মাস৷ পবিত্র কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস৷ এই মাসে পালনীয় নির্দিষ্ট কিছু নিয়ম এবং আচার আচরণ আছে৷ মনে করা হয় এই আচারগুলি পালন করলে জীবনে পুণ্যসঞ্চয়ের পথ সুগম হয়৷
advertisement
2/6
কার্তিক মাসে আকাশপ্রদীপ দান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ অনেকে মাসভর আকাশপ্রদীপ দান না করে শুধুমাত্র কার্তিক সংক্রান্তিতেও প্রদীপ প্রজ্বলন করেন৷ মনে করা হয় এই রীতি পালন করলে লাভ করা যায় পূর্বপুরুষদের আশীর্বাদ৷ সংসার থেকে দূর হয় অশুভ শক্তির কুনজর৷ অভাব অনটন কেটে গিয়ে আসে অর্থবৃষ্টি৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/6
কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় ঘি বা তিলতেলের প্রদীপ প্রজ্বলন করা হয়৷ প্রজ্বলনের সময় দেওয়া হয় একবিন্দু কর্পূর৷ এভাবে প্রদীপ রাখুন ঠাকুরঘরে শ্রীকৃষ্ণের ছবি বা বিগ্রহের সামনে৷
advertisement
4/6
কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় তুলসিমঞ্চেও প্রদীপ জ্বালাতে ভুলবেন না৷ প্রদীপ প্রজ্বলনের পর তুলসিমঞ্চ প্রদক্ষিণ করে পুজো করুন৷ বাড়ির ঈশান কোণেও রাখুন প্রজ্বলিত প্রদীপ৷
advertisement
5/6
বাড়ির মূল প্রবেশদ্বারের দু’দিকে রাখুন ঘিয়ের প্রদীপ৷ সেই দু’টির মুখ করে রাখুন পূর্ব দিকে৷ কার্তিক মাস তথা কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় দীপদান মাহাত্ম্যপূর্ণ৷
advertisement
6/6
কার্তিক সংক্রান্তিতে শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ছবিতে দিন নতুন ময়ূরের পেখম৷ আগের পুরনো ময়ূরের পেখম সরিয়ে রাখুন নতুনগুলি৷ পুজো সমাপনে ওই পেখম রাখুন ঘরে৷ সংসার থেকে অপসারিত হবে কুনজর ও অশুভ শক্তি৷ সন্তানের মন বসবে পড়াশোনায়৷ রাতে ঘুমের সময় বালিশের নীচে এই পেখমগুলি রাখলে পূর্ণ হবে মনের অপূর্ণ সাধ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Karthik Sankranti Astro Tips: আজ কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় ঠাকুরঘর ও বাড়ির দরজায় ছোট্ট কাজেই কাটবে কুনজর ও অভাব! অশুভ শক্তি দূর হয়ে আসবে অর্থবৃষ্টি