TRENDING:

Karthik Month Astro Tips: চলছে কার্তিক মাস! সন্ধ্যায় বিশেষ জায়গায় জ্বালুন প্রদীপ! অভাব মুছে গিয়ে হবে অর্থবৃষ্টি! ভুলেও দান করবেন না এই ২ জিনিস! পড়বে অমঙ্গলের ছায়া!

Last Updated:
Karthik Month Astro Tips: পূর্বপুরুষদের উদ্দেশে এই মাসে আকাশপ্রদীপ প্রজ্বলন করা হয়৷ আরাধ্য দেবতার সামনেও দীপদান করা পুণ্যদায়ী৷ স্নান করে শুদ্ধ বসনে সলতে বানিয়ে নিন তুলো দিয়ে৷ শ্বেতচন্দন গুলে নিন৷ ওই চন্দন দিয়ে অষ্টদল কমল বা ৮ পাপড়ির পদ্ম এঁকে নিন পিতলের থালায়৷
advertisement
1/8
চলছে কার্তিক মাস! সন্ধ্যায় বিশেষ জায়গায় জ্বালুন প্রদীপ! অভাব মুছে গিয়ে হবে অর্থবৃষ্টি!
বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কার্তিক মাস৷ বৈষ্ণব ধর্মাবলম্বীদের মতে একে বলা হয় দামোদর মাস৷ প্রচলিত বিশ্বাস, এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়৷ মনে করা হয় এই মাসে ভগবানের উদ্দেশে সন্ধ্যায় দীপদান খুবই শুভ ও পবিত্র৷ বিঘ্ন দূর হয়ে সংসারে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
2/8
পূর্বপুরুষদের উদ্দেশে এই মাসে আকাশপ্রদীপ প্রজ্বলন করা হয়৷ আরাধ্য দেবতার সামনেও দীপদান করা পুণ্যদায়ী৷ স্নান করে শুদ্ধ বসনে সলতে বানিয়ে নিন তুলো দিয়ে৷ শ্বেতচন্দন গুলে নিন৷ ওই চন্দন দিয়ে অষ্টদল কমল বা ৮ পাপড়ির পদ্ম এঁকে নিন পিতলের থালায়৷
advertisement
3/8
ওই পাত্রে সিঁদুর ও চন্দনের ফোঁটা দিন৷ ফুল দিয়ে সাজিয়ে নিন৷ তার মাঝে ছড়িয়ে দিন কিছুটা অখণ্ড আতপ চাল৷ ওই আতপচালের উপর ঘি পূর্ণ প্রদীপ বসিয়ে প্রজ্বলন করুন৷ এই মাসে বাড়ির মূল প্রবেশদ্বার বা অশ্বত্থগাছের নীচে বা কোনও দেবালয়ে প্রদীপ প্রজ্বলন করতে পারবেন৷
advertisement
4/8
ঘিয়ের পরিবর্তে তিলতেলের প্রদীপও প্রজ্বলন করতে পারবেন৷ তুলসিকাষ্ঠ বা তুলসিগাছের শুকনো ডালে তুলো জড়িয়ে সেটি প্রজ্বলন করেও প্রদীপ হিসেবে আরতি করতে পারেন৷ শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ ও শ্রবণও অত্যন্ত শুভ৷
advertisement
5/8
কার্তিক মাসে সূর্যাস্তের পর কিছু জিনিস কখনওই কাউকে দান করবেন না। সেগুলির মধ্যে অন্যতম লবণ এবং হলুদ। এই দুটোই মাঙ্গলিক বলে মনে করা হয়। এই দুই জিনিস কার্তিক মাসে কাউকে দান করবেন না।
advertisement
6/8
সূর্যাস্তের পর বাড়ির যেখানে সেখানে যেমন তেমন ভাবে ঝাঁটা রাখবেন না এই মাসে। নিজের বাড়ির ঝাঁটা বাইরের কাউকে দেবেনও না ব্যবহারের জন্য। বাড়ি লক্ষ্মীহীন ও শ্রীহীন হয়ে পড়ে। পুজোর কাজে ব্যবহৃত জিনিস যেমন শঙ্খ, বাসনপত্র-সহ উপকরণ কাউকে ব্যবহার করতে দেবেন না। তাহলে পজিটিভ এনার্জি বেরিয়ে যাবে সংসার থেকে।
advertisement
7/8
চাল হল মা লক্ষ্মীর প্রতীক। যে কোনও শুভ কাজে মাঙ্গলিক প্রতীক হিসেবে আতপচাল ব্যবহার করা হয়। কার্তিক মাসে সূর্যাস্তের পর গোধূলিবেলায় চাল দান করবেন না। দিনের অন্য সময়ে দান করতে পারেন। সূর্যাস্তের পর অনাহারী কাউকে আহারও করাতে পারেন। তবে চাল দান করবেন না।
advertisement
8/8
অতিরিক্ত জরুরিকালীন পরিস্থিতি ছাড়া কার্তিক মাসে সন্ধ্যায় কাউকে অর্থ ধার দেবেন না। এই মাসে কারওর কাছ থেকে ধার নেবেনও না। দামোদর বা কার্তিক মাসে দেবস্থানে, বাড়ির ঠাকুরঘরে এবং তুলসিতলায় প্রদীপ প্রজ্বলন করুন। তুলসিসেবা করুন। সুগম হবে পুণ্যলাভের পথ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Karthik Month Astro Tips: চলছে কার্তিক মাস! সন্ধ্যায় বিশেষ জায়গায় জ্বালুন প্রদীপ! অভাব মুছে গিয়ে হবে অর্থবৃষ্টি! ভুলেও দান করবেন না এই ২ জিনিস! পড়বে অমঙ্গলের ছায়া!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল